বাংলা নিউজ > বায়োস্কোপ > Devlina Kumar: বাবা দেবাশিস কুমারের বউ ভাবত ‘মোটা’ দেবলীনাকে! বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী

Devlina Kumar: বাবা দেবাশিস কুমারের বউ ভাবত ‘মোটা’ দেবলীনাকে! বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী

চেহারা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন দেবলীনা। 

মুক্তির অপেক্ষায় ফাটাফাটি। আপাতত চারদিকে চর্চা এই সিনেমার। ছবি বডি শেমিংয়ের বিপক্ষে আওয়াজ তুলেছে। আর এবার নিজেদের জীবনে সম্মুখীন হওয়া বডি শেমিং নিয়ে মুখ খুলছেন তারকারাও।  

১২ মে মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি ‘ফাটাফাটি’। মুখ্য চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ছবির ট্রেলার ইতিমধ্যেই হিট। আর পাঁচটা সাধারণ মেয়ে থেকে তারকা, চারপাশ থেকে চেহারা নিয়ে ভেসে আসা কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তাঁরা। এবার সেরকমই পোস্ট এল দেবলীনা কুমারের থেকে।

আগের ও পরের ছবি শেয়ার করে দেবলীনা লিখলেন-

‘আগে শুনতে হত- ১)বাবা কী মোটা ২) কী গোলগাল ৩) এত মোটা নাচতে অসুবিধে হয় না ৪) তোমার শরীরচর্চা করা উচিত ৫) বয়সের থেকে অনেক বড় লাগে (একবার আমাকে ভুল করে আমার বাবার বউ ভাবা হয়েছিল) ৬) একটু রোগা হলে আরও সুন্দর লাগত। ইত্যাদি ইত্যাদি…

এখন যা শুনি- ১) এত রোগা কেন ২) কীরকম যেন শাকচুন্নির মতো ৩) আগেই মিষ্টি ছিলে ৪) লালিত্য কমে গেছে ৫) একটু কম ওয়ার্কআউট করো।

এত কিছুর পরে আমি বুঝতে পেরেছি, তোমার যা ভালো লাগে তাই করো। এমন আকৃতিতে থাকো যা তোমাকে খুশি করে, অন্যদের নয়। সুস্থ থাকাটাই আসল। আমি জেনেটিক্যালি ধন্য নই। কিন্তু আমি ইশ্বরের কাছে কৃতজ্ঞ যে, আমি এমন একটি পরিবার থেকে এসেছি, যারা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলায় বিশ্বাসী। ফিট থাকুন। স্বাস্থ্যকর জীবন মেনে চলুন। রোগ থেকে দূরে থাকুন। রোগা বা মোটা কোনও ব্যাপার নয়। শুধু ফাটাফাটি থাকা প্রয়োজন।’

সঙ্গে সকলকে ফাটাফাটি দেখারও অনুরোধ করেন উত্তমকুমারের নাতবউ।

অবশ্য এর আগেও দেবলীনার কাছ থেকে এসেছে ‘বডি পজিটিভিটি’র বার্তা। তিনি বরাবর জানিয়ে এসেছেন শরীরকে ভালোবাসার কথা। এর আগে এরকমই একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি জানি আমাকে আগের ছবিতে মিষ্টি লাগছে। কিন্তু বিশ্বাস করুন এটা এমন একটা জার্নি যার জন্য আমি অনেক পরিশ্রম করেছি আর রোজ করছি। এখন আমার নিজেকে বেশি ভালো লাগে, কারণ সব রকম পোশাকে এখন আমি আত্মবিশ্বাস পাই।’

দিনের কয়েক ঘণ্টা নিয়ম করে জিমে কাটান দেবলীনা। সকাল সকাল সাইকেলিংয়েও বেরিয়ে পড়েন কলকাতার রাস্তায়। করোনা, লকডাউন, শ্যুটিংয়ের চাপ কিছুই আটকাতে পারে না তাঁকে শরীরচর্চা থেকে। সঙ্গে খেতেও খুব ভালোবাসেন। ডায়েট ফাঁকি দিয়ে পছন্দের খাবারেও হামলে পরেন মাঝেমাঝেই। তবে ডায়েট ও শরীরচর্চার নিষ্ঠা দিয়ে তারপর পুষিয়ে নেন সেই ফাঁকিবাজি। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন