এমনিতেই মুষলধার বৃষ্টিতে বেশ ঠান্ডার আমেজ শহর কলকাতায়। তবে এরই মাঝে তাপমাত্রা কয়েক ডিগ্রি চড়িয়ে দিল টলিউড অভিনেত্রী দেবলীনা কুমারের করা একটি পোস্ট। যেখানে বিকিনি লুকে ধরা দিলেন উত্তম কুমারের নাত বউ!
মাল্টি কালারের টু পিসে ধরা দিলেন দেবলীনা। পুলের ধারে ছবিখানা তোলা। মাখন ত্বক থেকে চোখ ফেরানো দায়। আর সঙ্গে ‘পারফেক্ট’ ফিগার। ছবির ক্যাপশনে দেবলীনা লিখলেন, ‘আমার প্রিয় টু পিসে হ্যালো বললাম সপ্তাহান্তকে’।
আরও পড়ুন: ‘নরম তুলতুলে, মচমচে…’! সদ্য বিয়ে, বর্ষার রাতে কাঞ্চনকে এমন কী খাওয়ালেন শ্রীময়ী
দেবলীনার এই হট রূপে হাল খারাপ টলিউডের তারকাদেরও। অলিভিয়া সরকার লিখলেন, ‘হট মাম্মা’। স্বস্তিকা দত্ত লিখলেন, ‘দ্য গার্ল ইজ অন’। মিমি চক্রবর্তী কমেন্টে ছেড়ে গেলেন ফায়ার ইমোজি। গত বছর পুজোয় রক্তবীজ ছবিতে একসঙ্গে কাজ করেন মিমি-দেবলীনা।
আরও পড়ুন: অভিষেকের বউ ঐশ্বর্যকে নাকি পছন্দ করেন না! নভ্যার জীবনেও এবার প্রেম ভাঙার খবর
এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘তোমার কঠোর পরিশ্রমের ছাপ এটা! অনেকে অনুপ্রাণিত হবে তোমাকে দেখে।’ দ্বিতীয়জন লেখেন, ‘আমাদের মেয়ে তো আগুন লাগিয়ে দিচ্ছে’!
দেখুন দেবলীনার সেই পোস্ট-
তবে সব সময় এরকম ছিপছিপে মোটেও ছিলেন না দেবলীনা। একসময় বেশ ভালোই গোলুমোলু ছিলেন তিনি। অভিনয়ে পা রাখার আগে ৭৮ থেকে ওজন কমিয়ে ৫৮ কেজি হয়েছেন। আর তা নিয়ে লুকোছাপ করেন না কখনোই। বহুবার নিজের ট্রান্সফরমেশন সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন।
আরও পড়ুন: সেটে মহিলা ভক্তরা ঘিরে ধরল শান্তনু মৈত্রকে, জোর ‘আওয়াজ দিল’ আবির-অন্তরারা, দেখুন
দেবলীনা নিজেই জানিয়েছেন কড়া ডায়েট মানা হয়ে ওঠে না তাঁর। তবে হ্যাঁ মেপে খান। সপ্তাহে ৪-৫ দিন মাটন খান। তবে অল্প পরিমাণে। বিকেল হলে দুধ চা। আবার মাঝেমধ্যে ইচ্ছা হলে রাতে বিরিয়ানিও খেয়ে ফেলেন। তবে, যেদিনই একটু বেশি খাওয়া-দাওয়া হয়, তারপরদিন ততটাই বেশি পরিশ্রম জিমে। ফিটনেস ফ্রিক দেবলীনা শরীরচর্চা করেন রোজ। শনি-রবিবারে বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে।
উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ২০২০-র ৯ ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন তৃণমূলের দুঁদে নেতা দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা। ২০১৭ সালে গৌরবের আলাপ হয় দেবলীনার সঙ্গে। করোনা আবহেও বেশ ধুমধাম করে হয়েছিল বিয়েটা। এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।