দিনকয়েক আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ দেবলীনা ভট্টাচার্য। বাঙালি এই নায়িকা চুটিয়ে কাজ করেছেন মুম্বইতে। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। সপরিবারে পালন করলেন তাঁরা ক্রিসমাস। ১৮ ডিসেম্বর জন্ম হওয়া মিষ্টি ছেলেটিকে প্রকাশ্যে আনলেন যিশুর জন্মদিনেই।
২০২২ সালের শেষ দিকে জিম প্রশিক্ষক শেহনওয়াজ শেখকে বিয়ে করেন গোপি বহু অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সেই সময় মুসলিম ছেলে বিয়ে করায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে। এমনকী, সেই সময় নেটিজেনরা কুৎসিত আক্রমণ করতে থাকে দেবলীনার স্বামীকে। মুসলিম ছেলে, ‘কেটে পিস পিস করে ফ্রিজে’ বডি রেখে দেবে বলেও লেখা হতে থাকে অনলাইনে। ‘লাভ জিহাদের’ কথাও ওঠে।
তবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন দেবলীনা। এর আগে একবার দেখা গিয়েছিল বাড়িতে বাৎসরিক সত্যনারায়ন পুজোর আয়োজন করেছেন তিনি। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করায়, ধর্ম বদলও করেননি। আর এবার দেবলীনা আর শেহনওয়াজ একত্রে তাঁদের খুদে ছেলেকে নিয়ে পালন করলেন যিশুর জন্মদিন।
আরও পড়ুন: দিদি হওয়ার অপেক্ষা! মায়ের বেবিবাম্প আগলে নিম ফুল-খ্যাত মানসীর মেয়ে, কবে ডেলিভারি
পোস্ট করা ফোটোগুলিতে দেখা গেল সান্তার পোশাক পরে আছেন শেহনওয়াজ। আর লাল জামা দেবলীনার গায়ে। একরত্তিকে রেখেছেন কোলে। সামনে পোষ্য। যদিও ছেলের মুখ দেখালেন না। ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের তরফ থেকে আপনাদের মেরি ক্রিসমাস’।
ছবিতে দেখা গেল, বাড়িও সাজিয়েছেন। ক্রিসমাস ট্রি তো রয়েইছে। সঙ্গে পিছনে মেরি ক্রিসমাস লেখা। সঙ্গে আর্টিফিসিয়াল ফুল-পাতার বোকে। ড্রইংরুমেই তোলা হয়েছে ছবিগুলো।
অসমে জন্ম দেবলীনার। অভিনয় জগতে দেবলীনার হাতেখড়ি হয় ২০১১ সালে ‘সাওয়ারে সবকে সপ্নে প্রীতো’ ধারাবাহিক দিয়ে। যদিও জনপ্রিয়তা আসে ‘সাথ নিভানা সাথিয়া’-তে ‘গোপী বহু’ চরিত্র দিয়ে। বিগ বসের ঘরেও নজর কেড়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচও করেন দেবলীনা।