সাথ নিভানা সাথিয়া ধারাবাহিক থেকে গোপী বহু হিসেবে খ্যাতি পেয়েছিলেন দেবলীনা ভট্টাচার্য। তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। সম্প্রতি রটে যায় তিনি নাকি অন্তঃসত্ত্বা। এবার এই গর্ভবতী হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন তিনি।
গর্ভবতী হওয়ার গুজব নিয়ে কী বললেন দেবলীনা?
বিগ বস ১৩ তে দেখা গিয়েছিল দেবলীনা ভট্টাচার্যকে। তিনি গোপী বহু চরিত্র ছাড়াও এখানেও বেশ খ্যাতি পেয়েছিলেন। এদিন তিনি তাঁর গর্ভবতী হওয়ার খবর নিয়ে মুখ খুললেন। এবং যাঁরা এসব খবর রটাচ্ছেন তাঁদের রীতিমত একহাত নিলেন। গোটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করেন তিনি। এবং স্পষ্ট করে সেখানে তিনি বলে দেন যে কাউকে তিনি অধিকার দেননি তাঁর ব্যক্তিগত পরিসরে নাক গলানোর।
আরও পড়ুন: ভক্তদের ভয়াবহ খবর দিলেন শ্রুতি দাস, ‘রাঙা বউ’ এবার নাকি 'ডাইনি' নিয়ে আসছেন!
দেবলীনা এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন 'অনেকেই আমায় এতদিন ধরে অনেক মেসেজ করেছেন এটা জিজ্ঞেস করে যে আমি সত্যিই গর্ভবতী কিনা। এমন কি এটা নিয়ে খবরও হয়েছে। আমি যদি মনে করি এমন খবর আপনাদের সবার সঙ্গে ভাগ করা যায় তাহলে আমি নিজেই সেটা জানাব। কিন্তু এখন এসব নিয়ে আমায় বিরক্ত করবেন না প্লিজ।'
তিনি এদিন একই সঙ্গে লেখেন, 'আমি গর্ভবতী কিনা জেনে আপনি কী করবেন? হেডলাইন বানাবেন? নিজের কন্টেন্ট তৈরি করবেন? ট্রোল করবেন? বা অন্যান্য ২-৩ টি জিনিস করবেন? কিন্তু বিশ্বাস করুন এসবের চাহিদা আমার নেই। এটা আমার ব্যক্তিগত জায়গা আর সেখানে নাক গলানোর অধিকার আমি আপনাদের দিইনি।'
আরও পড়ুন: কেরলের কেউ স্কোয়াডে থাকলেই বিশ্বকাপ জিতছে ভারত! উঠে এল অদ্ভুত তথ্য, অবাক নেটপাড়া
কী নিয়ে এত হইচই?
সম্প্রতি দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তবে একটি ভেকেশনের। সেখানেই অভিনেত্রীকে একটি সাদা পোশাক পরে থাকতে দেখা যায়। আর সেই চবিগুলোতেই নাকি তাঁর বেবি বাম্প দেখা গিয়েছে। আর সেখান থেকেই সমস্ত চর্চার সূত্রপাত।