২০২২ সালে ভালোবেশে জিম প্রশিক্ষক শেহনাওয়াজ শেখকে বিয়ে করেন ‘গোপি বহু’ দেবলীনা ভট্টাচার্য। এরপর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মা হন তিনি। জন্ম দেন পুত্র সন্তানের। এবার ছেলের নামকরণ করে ফেললে দেবলীনা। কী নাম রাখছেন ছেলের?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী শেহনাওয়াজ শেখের সঙ্গে ছবি দিয়ে যৌথ পোস্টে দেবলীনা জানান তাঁরা ছেলের নাম রেখেছেন জয়। অর্থাৎ ‘একগুচ্ছ আনন্দ’। লেখেন, ‘আমরা আমাদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি, আমাদের হৃদয় আনন্দে উপচে পড়ছে। আমাদের সুখের বান্ডিল জয়ের সঙ্গে আলাপ করুন।’ দেবলীনার এই পোস্টে বহু নেটিজেন তাঁকে ও তাঁর সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। যদিও ছবিতে ছেলেন মুখ এখনও সামনে আনেননি অভিনেত্রী। ভালোবাসার ইমোজি বসিয়ে কায়দা করে সদ্যজাত সন্তানের মুখ ঢেকে রেখেছেন তিনি।
আরও পড়ুন-ঠিক কী কারণে ডিভোর্স হয়েছিল হৃত্বিক-সুজানের, এতদিনে মুখ খুললেন রাকেশ রোশন, ফাঁস হল সত্যি!
আরও পড়ুন-কোমর ধরে তরুণীকে কাছে টেনে Flirting! শাহরুখ ফের বললেন, 'এর থেকে বেশি কাছে টানার…'
এদিকে বৃহস্পতিবার ছেলেকে কোলে নিয়েই সিদ্ধি বিনায়ক দর্শনেও গিয়েছিলেন অভিনেত্রী। মন্দির প্রাঙ্গন থেকে দুটি ছবি পোস্ট করে দেবলীনা লেখেন, ‘জয় গজানন, শ্রী গজানন’। যদিও অভিনেত্রীর এই পোস্টে কিছু নেটিজেন তাঁকে ফের মুসলিমকে বিয়ে নিয়ে ট্রোল করতে ছাড়েননি। একজন লিখেছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু মুসলিমকে কেন বিয়ে করলেন?’ কারোর না জেনেই কটাক্ষ ‘ছেলের নাম কী রেখেছেন ঔরাঙ্গজেব, খিলজি নাকি অন্যকিছু?’
এক ইসলাম ধর্মালম্বী নেটিজেন লেখেন, ‘আপনি কেমন মুসলিম? একজন মুসলিম বাবার সন্তানও একজন মুসলিম। আপনার ছেলের শিরায় যখন মুসলিম রক্ত বইছে, তখন আপনি কেন ওর মুসলিম নাম দিলেন না?’ আরও একজন নেটিজেন পাল্টা তাঁকে উত্তর দেন, ‘ডিম্বাণু মায়ের এবং রক্ত জমাট বাঁধা মায়ের, তাই ওর শিরায় যে রক্ত বইছে সেটাও মায়ের, মায়ের ধর্মই সন্তানের ধর্ম।’ যদিও দেবলীনা এধরনের মন্তব্যে কোনও জবাবই দেননি। বেশিরভাগ নেটিজেনই অবশ্য অভিনেত্রী ও তাঁর সন্তানকে শুভেচ্ছাই জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের শেষ দিকে জিম প্রশিক্ষক শেহনাওয়াজ শেখকে বিয়ে করেন 'গোপি বহু' দেবলীনা ভট্টাচার্য। সেই সময় মুসলিম ছেলে বিয়ে করা নিয়ে তাঁকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি! যদিও স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন বাঙালি দেবলীনা, বিয়ের পর তিনি ধর্ম বদলও করেননি। এমনকি বাড়িতে বাৎসরিক সত্যনারায়ন পুজো থেকে শুরু করে আগের মতোই নিজের ধর্মীয় রীতিনীতি মেনে চলেন অভিনেত্রী। গত ক্রিসমাসে স্বামী ও ছেলেকে নিয়ে বড়দিনও সেলিব্রেট করেছিলেন।