শীঘ্রই মা হতে চলেছেন দেবলীনা ভট্টাচার্য। কিন্তু এখনও গর্ভাবস্থাতেও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কীভাবে সামলাচ্ছেন সবটা প্রকাশ্যে আনলেন নিজেই। জানালেন দর্শক এবং চরিত্রের প্রতি তাঁর যে ডেডিকেশন সেটার জোরেই কাজ এবং ব্যক্তি জীবন সামলাচ্ছেন।
কী জানালেন হবু মা দেবলীনা?
দেবলীনা ভট্টাচার্যের নতুন করে পরিচয়ের অপেক্ষা রাখে না। বলিউডের ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। বর্তমানে তাঁকে ছট দেবীর চরিত্রে দেখা যাচ্ছে ছটি মাইয়া কী বিটিয়া সিরিয়ালে। হ্যাঁ, আর কিছুদিন পরেই তিনি মা হবেন। তাও এখনও গর্ভাবস্থাতেও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নিজেকে যত্ন নেওয়ার পাশাপাশি কাজও করছেন, দুটো সামলাচ্ছেন কীভাবে সেটাই এদিন টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাঁস করলেন।
দেবলীনা জানালেন, 'আমি গর্ভবতী তাও আমি শ্যুটিং চালিয়ে যাচ্ছি যাতে আমার দর্শকরা আমায় পর্দায় দেখতে পারেন। আর আমিও যেন তাঁদের বিনোদন দিতে পারি। তবে সেটে আমায় খুবই সচেতন থাকতে হয়, বিশেষ করে যখন সিঁড়ি দিয়ে ওঠা নামা করি। মাঝে মধ্যে আমার সাহায্য লাগে কাজ করার সময়। কারণ কাজের সঙ্গে নিজের যত্ন নেওয়াও জরুরি।'
প্রসঙ্গত দেবলীনা ভট্টাচার্যের প্রথম সন্তান আসতে চলেছে, অনেকেই এই সময় কাজ থেকে ছুটি নেন। নিজেকে পুরোপুরি সময় দেন। কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এখনও।
এদিন অভিনেত্রী তাঁর এই সিরিয়াল প্রসঙ্গে আরও বলেন, 'আমি যেহেতু দেবী ছট মাতার চরিত্রে অভিনয় করছি সেহেতু আমায় খুব ভারী ভারী গয়না পরতে হয় বিশেষ করে হার এবং মুকুট। একসঙ্গে দুটো পরলে খুবই ওজন লাগে। কষ্ট হয়। কিন্তু এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা, নতুন কিছু ট্রাই করায় কোনও ক্ষতি নেই।'