বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বিগ বস’-এ যাওয়াই কাল হল দেবলীনার, পেলেন চোট, শুক্রবার অপারেশন, অবস্থা গুরুতর

‘বিগ বস’-এ যাওয়াই কাল হল দেবলীনার, পেলেন চোট, শুক্রবার অপারেশন, অবস্থা গুরুতর

বিগ বসের ঘরে চোট পেয়েছেন দেবলীনা। 

লাইভে এসে কেঁদে কেঁদে বিগ বসের ঘরে চোট পাওয়ার কথা জানালেন দেবলীনা। 

গত সপ্তাহেই বিগ বসের ঘর থেকে বাদ পড়েছেন দেবলীনা ভট্টাচার্য। মঙ্গলবার নিজের অনুরাগীদের সাথে কথা বলার জন্য ইনস্টাগ্রাম লাইভে আসেন তিনি। এই সময়ই তিনি প্রকাশ করেন নিজের অসুস্থতার খবর। জানান, পোল টাস্কের সময় কীভাবে চোট পেয়েছেন। সঙ্গে জানান এবার তাঁকে অস্ত্রোপচার করতে হবে। এই সময় কেঁদেও ফেলেন তিনি। জানান তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

প্রসঙ্গত, এই পোল টাস্কের সময়ই প্যান্টে প্রস্রাব করেছিলেন দেবলীনা। বিপরীতে ছিল একসময়ের বেস্ট ফ্রেন্ড ও বর্তমানের শত্রু রশমি দেশাই। দেবলীনা লাইভে এসে জানান, ‘আমার শরীরের অবস্থা খুব খারাপ। ১৯ ঘণ্টা ওভাবে দাঁড়িয়ে থাকা আমার জন্য ভারী পড়ল… আর ওভাবে পড়ে যাওয়া… অনেক বড় আঘাত হয়েছে… বৃহস্পতিবার আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। শুক্রবার অপারেশন।’

চোখে জল নিয়েই দেবোলীনা ভক্তদের জানান, ‘আমি এটাও লড়াই করে নেব। শুধু আমি চাই আপনারা আমার পাশে থেকে আশীর্বাদ করুন। খারাপ সময় চলছে আমার। কী জানি এর মধ্যে হয়তো কোনও ভালো লুকিয়ে আছে।’

দেবলীনার ভক্তদের জন্য খারাপ খবর হল, এই অপারেশনের কারণেই বিগ বসের ফাইনালে দেখা যাবে না তাঁকে। আগের সিজনের মতো এই সিজনেও তাঁকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান ‘গোপি বহু’ দেবলীনা। 

বন্ধ করুন