বৃহস্পতিবার রাতেই চোখ কপালে ওঠে নেটিজেনদের। দেখা যায় দেবের ইউটিউব চ্যানেল ‘Dev's Entertainment Venture’-এ একের পর এক সফটওয়্যার সম্পর্কিত ভিডিয়ো। প্রশ্ন উঠতে থাকে হঠাৎ কী হল। এরপর পরিষ্কার বোঝা যায় দেবের (Dev) এই চ্যানেলটিকে হ্যাকড করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় অবধি ১৫টির মতো ভিডিয়ো আপলোড করা হয়ে গিয়েছে এই চ্যানেল থেকে।
ইউটিউব চ্যানেলের হোম পেজ গেলে উপরে দেখা যাবে প্রজাপতি সিনেমার পোস্টার। কিন্তু তারপর একের পর এক সফটওয়্যার সম্পর্কিত ভিডিয়ো। বর্তমান সময়ে এই ঘটনা নতুন নয়। একাধিক তারকা বা প্রযোজনা সংস্থা বা মিডিয়া হাউজের সঙ্গে আজকাল এরকম হচ্ছে। এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি দেবের প্রযোজনা সংস্থার তরফে। তবে হ্যাকারদের তরফে কোনও বিতর্কিত কনটেন্ট আপলোড হলে টার্মিনেটও হতে পারে চ্যানলটি, অতীতে যা অনেকসময় ঘটেছে নানা ইউটিউবার ও তারকাদের সঙ্গে। তাই বেশ চিন্তাতেই রয়েছেন দেব-ভক্তরা (Dev's YouTube Channel Hacked)। আরও পড়ুন: ‘পা কম, মুখ চলবে বেশি’, চোট পেয়ে অসুস্থ অনিন্দিতা! খোঁজ নিলেন মিমি-শুভশ্রীরা

দেবের ইউটিউব চ্যানেল হ্যাকড।
যদিও দেব এখন কলকাতায় নেই। কাজের জন্য রয়েছেন মধ্যপ্রদেশে। সেখানে জোরকদমে চলছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ (Byomkesh O Durgo Rahasya)- এর শুটিং। ছবির অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা। কীভাবে হবে আর কখন হবে এই সমস্যার সমাধান, সেটাই এখন দেখার। আরও পড়ুন: আদালত রায় দিলেও পশ্চিমবঙ্গে এখনই হয়তো দেখা যাবে না দ্য কেরালা স্টোরি, জানুন কারণ
কিছুদিন আগেই মধ্যপ্রদেশ থেকে টিম ডিনারের ছবি শেয়ার করে দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘হ্যালো মধ্যপ্রদেশ। টিম যারা একসঙ্গে খায়, একসঙ্গে থাকে, একসঙ্গে খেলা করে। এই গরমে শ্যুটিং শুরু করার আগে আমদের মধ্যে থাকা বাঙালি সত্তা নিশ্চিত করল ব্যোমকেশ টিম ভুরিভোজের।’ আরও পড়ুন: ‘নকল ঐশ্বর্য’, বচ্চন বধূর মতো লিপস্টিক পরে ফ্লাইং কিস ছুঁড়লেন উর্বশী! হল কটাক্ষ
বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে দেবকে ব্যোমকেশ রূপে, রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) সত্যবতী এবং অম্বরীশ ভট্টাচার্যকে (Ambarish Bhattacharya) অজিতের ভূমিকায় দেখা যেতে চলেছে। তাঁদের সবারই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এরই মাঝে ঘটে গেল এমনই এক ঘটনা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)