বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Subhashree: ‘দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য..’, দেব-শুভশ্রীর ছবি নিয়ে সামনে এল বড় আপটেড

Dev-Subhashree: ‘দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য..’, দেব-শুভশ্রীর ছবি নিয়ে সামনে এল বড় আপটেড

মুক্তির আলো দেখবে ধূমকেতু? 

Dev-Subhashree: সাত বছর পর অবশেষে মুক্তির আলো দেখবে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’? ছবি নিয়ে বিরাট ঘোষণা প্রযোজক রাণা সরকারের। 

দীর্ঘ ৭ বছর ধরে ‘ধূমকেতু’ মুক্তির অপেক্ষায় দিন গুণছে দেব-শুভশ্রী ভক্তরা। এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে তরজা জারি। ছবির দুই যৌথ প্রযোজক দেব ও রাণা সরকারের মধ্যে বাকবিতণ্ডার জেরেই এত লম্বা সময় ধরে ঝুলে রয়েছে ছবির মুক্তি। পাঁচ কয়েক আগেই দেবকে খোঁচা দিয়ে রাণা সরকার বলেছিলেন, নায়কের ‘লোভের জন্য আটকে’ ধূমকেতু। এই ছবি ভবিষ্যতে কোনওদিন মুক্তির আলো দেখবে না, তেমনটাও বলতে শোনা গিয়েছিল প্রযোজককে। তবে রবিবার রাতে আচমকাই আশার আলো দেখা গেল।

এদিন ফেসবুকের দেওয়ালে প্রযোজক রাণা সরকার লেখেন, ‘দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য যেকোনো সহযোগিতা ও করবে। Viacom18-এর সব আইনি সমস্যা আগামী সপ্তাহে মিটে যাবে আশা করছি’।

দেব-শুভশ্রী জুটির কামব্যাক ফিল্ম হওয়ার কথা ছিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি। ২০১৬ সালে এই ছবির শ্যুটিং পর্ব মিটেছিল। তারপর থেকে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে ‘ধূমকেতু’। ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে সত্তোরোর্ধ প্রৌঢ়র লুকে দেখা যাবে দেবকে। বহুদিন ধরেই দেব-শুবশ্রীর ভক্তরা অপেক্ষায় রয়েছে তাঁদের প্রিয় জুটিকে ফের একবার রুপোলি পর্দায় দেখতে। অনেকের মতেই দেবের কেরিয়ারের সেরা ছবি ‘ধূমকেতু’। দেবকে যতবার এই ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন- ‘অন্যদের মতো আমিও চাই ছবিটা মুক্তি পাক’।

৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। তাঁর অভিযোগ ছিল যৌথ প্রযোজক ভায়াকম ১৮ অসহযোগিতা করছে মুক্তি নিয়ে। ছবি তৈরি বাবদ বাড়তি ২৪ শতাংশ অর্থ চেয়ে বসায় সমস্যা দেখা দিয়েছে, অন্যদিকে দেবও নাকি ছবির ডাবিং করেননি। তবে আগামী সপ্তাহেই নাকি ধূমকেতু সংক্রান্ত জট কেটে যাবে বলে আশ্বাসবাণী দিলেন প্রযোজক। তাঁর সংযোজন, 'হলে অতি শীঘ্রই 'ধূমকেতু' ঝড় উঠবে…. আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে'।

দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’র উড়ান সিনে-আকাশে সকলেই দেখতে উদগ্রীব সকলেই। এর আগে বহুবার আশাহত হয়েছেন ভক্তরা, এবার অন্তত একটা ভালো খবর আসুক, মনেপ্রাণে প্রার্থনা দেব-শুভশ্রী ভক্তদের।

 

বন্ধ করুন