বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Swastika: এগিয়ে দে…,ঘাটালের মেয়ে অঙ্কনার গানে স্বস্তিকার কোমর ধরে নাচ সাংসদ দেবের, রুক্মিণী কই?

Dev-Swastika: এগিয়ে দে…,ঘাটালের মেয়ে অঙ্কনার গানে স্বস্তিকার কোমর ধরে নাচ সাংসদ দেবের, রুক্মিণী কই?

এগিয়ে দে…,ঘাটালের মেয়ে অঙ্কনার গানে স্বস্তিকার কোমর ধরে নাচ সাংসদ দেবের, রুক্মিণী কই?

Dev-Swastika: রুক্মিণী নয়, স্বস্তিকার হাত ধরে ঘাটালের মেয়ে অঙ্কনার গানে রোম্যান্টিক নাচে মজলেন দেব। 

পুজোয় টেক্কা নিয়ে হাজির হচ্ছেন দেব। জোর কদমে ছবির প্রচারে ব্যস্ত নায়ক। আর দেবের ছবি মানেই জি বাংলার রিয়ালিটি শো-তে তাঁর উজ্জ্বল উপস্থিতি। বন্ধু অভিজিৎ সেন পরিচালিত সারেগামাপা-র আসন্ন এপিসোডে দেব তাঁর ছবির দুই হিরোইন স্বস্তিকা ও রুক্মিণীকে নিয়ে হাজির।

পর্দায় পরস্পরকে টেক্কা দিলেও বাস্তবে স্বস্তিকার সঙ্গে এখন দেবের জমাটি বন্ধুত্ব। সারেগামাপা-র মঞ্চে দুজনকে দেখা গেল একদম ম্যাচিং পোশাকে! লাল পাড় সাদা গরদের শাড়িতে ঝলমলে স্বস্তিকা, সঙ্গে কনট্রাস্ট করে সবুজ ব্লাউজ! অন্যদিকে সাদা ধুতি আর লাল পাঞ্জাবিতে উজ্জ্বল ঘাটালের সাংসদ।

এদিন দেবের ঘরের মেয়ে অঙ্কনার গানেই মঞ্চে আগুন ঝরালেন দেব-স্বস্তিকা। রিয়েল লাইফ পার্টনার রুক্মিণী নন, বরং প্রেমিকার সামনেই স্বস্তিকার হাত ধরলেন দেব। দেব-শ্রাবন্তী জুটির সুপারহিট গান ‘এগিয়ে দে’র তালে তাল মেলালেন দুজনে। সাংসদের ছবির গান গেয়ে যারপরনাই খুশি অঙ্কনাও। খুদের মিষ্টি আওয়াজ ইতিমধ্যেই মন জয় করেছে গোটা বাংলার। এবার দেবও শুনে নিলেন তাঁর মন্ত্রমুগ্ধ করা কণ্ঠ।

অঙ্কনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। যেখান থেকে পরপর তিনবার লোকসভা ভোটে জিতেছেন টলিউডের সুপারস্টার অভিনেতা দেব। মফসস্বল থেকেই এবারের সারেগামাপা-তে উঠে এসেছে এই প্রতিভা। অঙ্কনা ভালো গান গাওয়ার পাশাপাশি খুব ভালো ‘হুইসলিং’ করে। অবন্তী সিঁথির পর নতুন ‘শিসপ্রিয়া’ হিসাবে পরিচিতও পেয়েছে সে। 

পুজোয় বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে দেব-আবির। তবে নতুন প্রোমোতে দুজনের ব্রোম্যান্স নজরে এল। একদম শুরুতে মঞ্চে একচালা মা দুর্গার প্রতিমা নিয়ে এলেন দেব-আবির। পিছনে পরিচালক সৃজিত। শাঁখ বাজালেন কৌশিকি। উঠল ‘বলো দুগ্গা মাইকি’ রব। শারদীয়ার আনন্দে মাতোয়ারা সারেগামাপা-র গোটা মঞ্চ। 

আরও পড়ুন-‘মা-বাবার জন্য নিজের বাড়ি বানাব’, সারেগামাপা-য় অঙ্কনার স্বপ্ন মুগ্ধ করল আবিরকে

খুদে অনীকও তাঁর পারফরম্যান্স দিয়ে সবার মন জিতে নিল নিমেষে। এদিন দুর্গা পুজোর অতি জনপ্রিয় গান ‘এক এক্কে এক’ গাইতে শোনা গেল ওয়ান্ডার বয়কে। পুজোর আবহেও সারেগামাপা-র মঞ্চে হাড্ডাহাড্ডি গানের লড়াই অব্যাহত। গত সপ্তাহে এলিমিনেশনের খাঁড়া থেকে বেঁচেছে প্রতিযোগিরা। পুজোর সপ্তাহেও কি তেমনটাই ঘটবে? 

আরও পড়ুন-Srijit Mukherji: খাকি উর্দিতে দাবাং অবতার! টেক্কার ক্লাইম্যাক্স নিয়ে বড় খোলসা সৃজিতের

টেক্কা প্রসঙ্গে

এক মাস কাজ করেই জমাদারের চাকরি হারিয়েছে ইকলাখ। সেই চাকরি ফিরে পেতে এক স্কুলছাত্রীকে (স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে) কিডন্যাপ করে সে। সেই খুদেকে উদ্ধারের দায়িত্ব পরে কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসার রুক্মিণীর হাতে। কোনওভাবেই আপোসের রাস্তায় যেতে রাজি নয় ইকলাখ, তার একটাই ডিম্যান্ড- ‘আমার চাকরিটা চাই’।

মেয়েকে বাঁচাতে সর্বস্ব সঁপে দিতে রাজি স্বস্তিকা। শেষে পথ খুঁজে না পেয়ে বন্দুক হাতে তুলে নেন স্বস্তিকাও। স্পষ্ট জানিয়ে দেন,'আমার মেয়ের সঙ্গে আজ যা যা হবে, তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে। এক্সাক্টলি সেম'। এরপর কী ঘটবে রহস্যে মাখা সেই গল্পই উঠে আসবে বড় পর্দায়।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.