অবশেষে ডিভোর্স পেলেন যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। গত দুই বছর ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। এদিন মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাঁদের ডিভোর্সের আবেদন মঞ্জুর করে। কিন্তু এই শুনানিতে ঢোকার মুখেই আচমকা মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেটারের সদ্য প্রাক্তন স্ত্রী। কিন্তু কেন? কার উপর?
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের টপ ৮-এ ৪ বাঙালি! করণের উপস্থিতিতে সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা পাকা করলেন কারা?
আরও পড়ুন: ‘জগদ্ধাত্রী’কে বিদায় এই গুরুত্বপূর্ণ সদস্যের! কে ছেড়ে গেলেন 'জ্যাস সান্যাল'দের হাত?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ধনশ্রী ভার্মা যখন কোর্টে যাচ্ছেন সেই সময় তিনি তাঁর মেজাজ হারিয়ে ফেলেন, পাপারাৎজিদের উপর। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি বৃহস্পতিবার যখন কোর্টের দিকে যাচ্ছেন তখন ভিড়ের ঠেলায় এক মহিলা পড়ে যান। তখনই তিনি চিৎকার করে ওঠেন চিত্র সাংবাদিকদের উপর। তিনি চেঁচিয়ে বলেন, 'কী করছেন এগুলো? কী ধরনের ব্যবহার এগুলো?'
প্রসঙ্গত এদিন ধনশ্রী ভার্মা একটি সাদা রঙের টিশার্ট এবং জিন্স পরে এসেছিলেন। চোখে ছিল রোদচশমা আর মুখে কালো মাস্ক। চুলটাকে খোঁপা করে বেঁধে রেখেছিলেন তিনি। অন্যদিকে যুজেন্দ্র চাহাল বি ইয়োর অন সুগার ড্যাডি অর্থাৎ নিজেই নিজের সুগার ড্যাডি হও লেখা টিশার্ট এবং জিন্স পরে এসেছিলেন। এই বিষয়ে বলে রাখা ভালো, মাঝে রটে গিয়েছিল যে ডিভোর্সে পর ধনশ্রী নাকি ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন যুজির থেকে। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে অ্যালিমনি হিসেবে ৪ কোটি ৭৫ লাখ টাকা প্রাক্তন স্ত্রীকে দেবেন ভারতীয় ক্রিকেটার।
ধনশ্রী এবং যুজেন্দ্রর ডিভোর্স
এদিন চাহালের আইনজীবী এএনআইকে জানিয়েছেন কোর্ট তাঁদের ডিভোর্স মঞ্জুর করেছেন। দুই তরফে যৌথ আবেদন মেনে নিয়েছে কোর্ট। ফলে এখন থেকে ধনশ্রী এবং যুজেন্দ্র আর স্বামী স্ত্রী নন।
আরও পড়ুন: অরিজিতের সঙ্গে গান গাওয়ার আগে হাউহাউ করে কান্না! কী হল নীতি মোহনের?
এই বিষয়ে এও জানিয়ে রাখা ভালো, ডিভোর্সের মাঝেই চাহালের সঙ্গে নাম জুড়েছে আরজে মহবীশের। তাঁদের খেলার ময়দান থেকে পার্ক নানা জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে প্রেম চর্চা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি তাঁরা কেউই।