বাংলা নিউজ > বায়োস্কোপ > Dhanush: ‘রাস্তায় জন্মালে সেখানেই শেষ পর্যন্ত থাকতে হবে?’, ১৫০ কোটি টাকার বাড়ি কেনা নিয়ে বিতর্ক, জবাব ধনুশের

Dhanush: ‘রাস্তায় জন্মালে সেখানেই শেষ পর্যন্ত থাকতে হবে?’, ১৫০ কোটি টাকার বাড়ি কেনা নিয়ে বিতর্ক, জবাব ধনুশের

ধনুশ

ধনুশ, সম্প্রতি চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে প্রায় ১৫০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। কিন্তু এত টাকা দিয়ে বাড়ি কেনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। তা নিয়ে নানা আলোচনার পর অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন ধনুশ।

ধনুশ, সম্প্রতি চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে প্রায় ১৫০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এই পশ এলাকাতেই রয়েছে প্রবীণ অভিনেতা রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার বাসভবন৷ কিন্তু এত টাকা দিয়ে বাড়ি কেনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। তা নিয়ে নানা আলোচনার পর অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন ধনুশ।

ধনুশের নতুন বাড়ি কেনার পর একটি হাউজ ওয়ার্মিং পার্টির আয়োজন করেছিলেন। তবে এইসবের পর অবশ্য তিনি সেখান থেকে চলে আসেন। কিন্তু তাঁর এই বাড়ি কেনা নিয়ে হয়ে বহু জলঘোলা হয়েছে। অনেকেই তাঁর বিরুদ্ধে কটূক্তিও করেছেন। সেই সবের মধ্যে এবার সুপারস্টার সব সমালোচনার জবাব দিলেন। তাঁর আসন্ন ছবি 'রায়ান'- এর অডিয়ো লঞ্চের সময় ধনুশ এই বিষয়টি নিয়ে কথা বলেন। অভিনেতার মতে, 'যদি আমি আগে জানতাম যে পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনা নিয়ে এত আলাপালোচনা হবে, বা এই বিষয়টাকে এত বড় করে দেখা হবে তাহলে আমি তার পরিবর্তে একটি ছোট অ্যাপার্টমেন্ট কিনতাম। আমার মতো একজন ব্যক্তির কি পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনা উচিত নয়? রাস্তায় জন্মে কি জীবনের শেষ পর্যন্ত সেখানেই থাকতে হয়?

আরও পড়ুন: চারিদিকে যখন সম্পর্ক ভাঙার শব্দ, তখন ভালোবেসে পাশে থাকার সুর নিয়ে হাজির 'বকুল ফুলের মালা'

কেন তিনি পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন সে সম্পর্কে তিনি একটি মজার গল্প শেয়ার করেছেন, 'যখন আমার ১৬ বছর বয়স ছিল তখন আমি আর আমার বন্ধু একসঙ্গে বাইকে করে ঘুরছিলাম, আমি থালাইভার (রজনীকান্ত) বাড়ি দেখতে চেয়েছিলাম৷ তাঁর বাড়ির সামনে অনুরাগীরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। পুলিশি নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। থালাইভার বাড়ি দেখে বাইকে করে ফেরার সময় আমরা দেখতে পেলাম, আরও একটি বাড়ির সামনে বিশাল ভিড়, পথচারীদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেটা জয়ললিতার বাড়ি। আমি সেই মুহুর্তে দুটি ঘরের দিকে তাকালাম। আর এই সবটা দেখে পোয়েস গার্ডেনে একটা ছোট বাড়ির মালিক হওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগল।'

আরও পড়ুন: 'একজন বহিরাগত…' ধনুশের কথা শুনে ক্ষেপে লাল নেটিজেনরা! কী এমন বললেন অভিনেতা?

এই ঘটনা শেয়ার করা পর অভিনেতা তাঁর জীবন সংগ্রামের গল্পও বলেন। তাঁর এই স্বপ্ন পূরণের জন্য তিনি কতটা কঠোর পরিশ্রম করেছেন সে কথাও জানান। ধনুশ বলেন, 'সে সময়, আমি অনেক লড়াই করেছিলাম। 'থুল্লুভাধো ইলামাই' (এই ছবির মাধ্যমেই অভিনেতা হিসাবে ধনুশের আত্মপ্রকাশ করেছিলেন এবং তাঁর বাবা কস্তুরি রাজা ছবিটি পরিচালনা করেছিলেন ও ছবিটির গল্প লিখেছিলেন তার ভাই সেলভারাঘবন) সফল হয়নি। তারপর ২০ বছর ধরে কাজ করার পরে আমি আজ পোয়েস গার্ডেনে বাড়ি কিনেতে পারলাম। এটা আমার নয় ১৬ বছর বয়সী ধনুশকে ভেঙ্কটেশ প্রভুর দেওয়া উপহার।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.