ছেলেদের ব্যবহার ও অভিনয়ের প্রশংসা মাঝেমধ্যেই শোনা যায় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মুখে। তবে ছোট ছেলে ববি দেওল অভিনীত 'আশ্রম' দেখে এতটুকুও খুশি হননি এই বর্ষীয়ান অভিনেতা। নিজের মুখে ববিকে সেকথা জানিয়েওছিলেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা ফাঁস করেছেন ববি স্বয়ং।
বলিউড হাঙ্গামা-কে ববি জানান একবার বাবার জন্য 'আশ্রম' ওয়েব সিরিজের স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তা ছবি দেখে বেরোনোর পর ধর্মেন্দ্রর কাছে তাঁর মতামত জানতে চান তিনি। জবাবে কাতর স্বরে 'বীরু' জানান যে তাঁর পক্ষে খুবই কষ্টকর হয়েছে এরকম একজন ভিলেনের চরিত্রে নিজের ছেলেকে দেখা। ববির মা প্রকাশ কউর-ও বিলকুল পছন্দ করেনি ছেলের অভিনীত এই চরিত্র। মজার সুরে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, 'আশ্রম দেখে আমার মা তো হায় হয় করে উঠেছিল। আসলে, কোনও মা-ই তো চান তাঁর ছেলেকে পর্দায় ভিলেন হিসেবে দেখতে!'
ছেলেদের ব্যবহার ও অভিনয়ের প্রশংসা মাঝেমধ্যেই শোনা যায় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মুখে। তবে ছোট ছেলে ববি দেওল অভিনীত 'আশ্রম' দেখে এতটুকুও খুশি হননি এই বর্ষীয়ান অভিনেতা। নিজের মুখে ববিকে সেকথা জানিয়েওছিলেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা ফাঁস করেছেন ববি স্বয়ং।
বলিউড হাঙ্গামা-কে ববি জানান একবার বাবার জন্য 'আশ্রম' ওয়েব সিরিজের স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তা ছবি দেখে বেরোনোর পর ধর্মেন্দ্রর কাছে তাঁর মতামত জানতে চান তিনি। জবাবে কাতর স্বরে 'বীরু' জানান যে তাঁর পক্ষে খুবই কষ্টকর হয়েছে এরকম একজন ভিলেনের চরিত্রে নিজের ছেলেকে দেখা। ববির মা প্রকাশ কউর-ও বিলকুল পছন্দ করেনি ছেলের অভিনীত এই চরিত্র। মজার সুরে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, 'আশ্রম দেখে আমার মা তো হায় হয় করে উঠেছিল। আসলে, কোনও মা-ই তো চান তাঁর ছেলেকে পর্দায় ভিলেন হিসেবে দেখতে!'
|#+|
সামান্য থেমে ববি আরও বলেছেন, 'বাবা আমাকে বলেছিলেন যে আমি জানি একজন অভিনেতার বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করা উচিত, তবু আমার পক্ষে তোকে এ ধরনের চরিত্রে দেখাটা খুব কষ্টকর।' 'আশ্রম'-তারকা আরও জানান যে এই ব্যাপার শুধু টানে সঙ্গে নয় স্বয়ং ধর্মেন্দ্রর জীবনেও একবার হয়েছিল। নিজের কেরিয়ারে কেবলমাত্র একটি ছবিতেই ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন 'ধরমজি'। আর সেই ছবি দেখে তাঁকে তাঁর মা অর্থাৎ ববির ঠাকুমা অত্যন্ত গালমন্দ করেছিলেন। এতটাই বিরক্ত হয়েছিলেন যে ধর্মেন্দ্রর সেই ছবি পুরো না দেখেই উঠে চলে এসেছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২০ সালের অগস্টে মুক্তি পেয়েছিল ‘আশ্রম’ সিরিজের প্রথম পার্ট। প্রকাশ ঝা পরিচালিত এবং প্রযোজিত হিন্দি ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ এটি।
তবে ফের একবার ভিলেনের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন ববি দেওল। ওয়েব ফিল্ম ‘লাভ হোস্টেল’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ববি দেওল বলেন, ‘আমার চরিত্রের নাম ডগর। এমন একটি চরিত্র যার নিজস্ব মতাদর্শ রয়েছে। যেই তার ইচ্ছের বিরুদ্ধে যায়, তাকে শাস্তি দেয়, অনেকসময় শেষও করে দেয়। খুবই নির্দয়। যা চায় তা আদায় করেই ছাড়ে! যেভাবে চরিত্রটি তৈরি করা হয়েছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। আমার একেবারে বিপরীত একটি চরিত্র। তাই প্রথমে চরিত্রে ঢুকতে একটু সমস্যা হচ্ছিল ওই আর কী!’