বাংলা নিউজ > বায়োস্কোপ > অন্তর্বাস না পরেই এই ছবিতে শ্যুটিং সেরেছিলেন ববি দেওল! এতদিন পর ফাঁস ধর্মেন্দ্রর

অন্তর্বাস না পরেই এই ছবিতে শ্যুটিং সেরেছিলেন ববি দেওল! এতদিন পর ফাঁস ধর্মেন্দ্রর

ধর্মেন্দ্র ও ববি দেওল। (ছবি সৌজন্যে - ইউটিউব)

বিগ বস ১৫-র মঞ্চ থেকে ছোট ছেলে তথা বলি-অভিনেতা ববি দেওলের সঙ্গে দারুণ এক মজার কিসসা শেয়ার করতে শোনা গেল ধর্মেন্দ্র-কে।

বছরের প্রথম ‘উইকেন্ড কা ওয়ার’-এ বেশ মস্তির মুডে ছিলেন বিগ বস ১৫-র হোস্ট সলমন খান। শো-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বর্ষীয়ান বলি-তারকা ধর্মেন্দ্র। সলমনের সঙ্গে হাসি-গল্প ভাগ করার ফাঁকে নিজের ছোট ছেলে তথা বলি-অভিনেতা ববি দেওলের সঙ্গে দারুণ এক মজার কিসসা শেয়ার করতে শোনা গেল 'বীরু'কে। ধর্মেন্দ্রর কথা থেকেই জানা গেল, বহু বছর আগে তাঁর অভিনীত একটি ছবিতে তাঁরই ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন ববি। শ্যুটিং চলাকালীন সব সাজপোশাক পড়লেও অন্তর্বাস পরতে বেবাক ভুলে গেছিলেন ছোট্ট ববি!

বিগ বসের ঘরের অন্যতম দুই প্রতিযোগী প্রতীক সেহজপাল এবং উমর রিয়াজকে একটি টাস্ক করার নির্দেশ দেন ধর্মেন্দ্র। সেই টাস্কের অঙ্গ হিসেবেই এই দুই প্রতিযোগী প্রয়োজনীয় সাজপোশাক পরে হাজির হন। তাঁদের ওই সাজে দেখে নিজের পুরোনো দিনের কিছু কথা স্মৃতিচারণ করে ওঠেন এই বর্ষীয়ান তারকা।

 ধর্মেন্দ্র বলে ওঠেন, 'তোমাদের দেখে পুরোনো এক ঘটনার কথা চট করে মনে পড়ে গেল। বহু বছর আগে একবার এক ছবিতে আমার ছোটবেলার চরিত্রে ববি অভিনয় করেছিল। বহু কষ্টে ওকে রাজি করেছিলাম। তা যাই হোক, সেটে আমারই মতো পোশাক পরে হাজির কড়াল ববিকে। ওম্মা! দেখা গেল অন্তর্বাস পরতেই বেচারা ভুলে গেছে। যাই হোক, শেষপর্যন্ত সেই অবস্থাতেই কোনওরকমে শ্যুট করা হয়েছিল।' যদিও সেই ছবির নাম তোলেননি ধর্মেন্দ্র, তবু দুইয়ে দুইয়ে চার করতে কোনও অসুবিধে হয়নি দর্শকদের। কারণ ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ধর্মেন্দ্র অভিনীত সুপারহিট ছবি 'ধর্ম-বীর'-এ ছোট্ট ধর্মেন্দ্রের ভূমিকায় দেখা গেছিল ববিকে।

বায়োস্কোপ খবর

Latest News

'ওরা বিচার চায় না, চেয়ার চায়', বললেন মমতা, ডাক্তারদের একতা ভাঙতেও মরিয়া রাজ্য? মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাদের বৈঠক বাতিল, তথাগত লিখলেন,‘মেরুদণ্ড সোজাই..' সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.