বাংলা নিউজ > বায়োস্কোপ > Dharmendra on Working with Karan Johar: ঘরোয়া পরিবেশে কাজ, করণের সঙ্গে প্রথম কাজের পর উচ্ছ্বসিত ধর্মেন্দ্র

Dharmendra on Working with Karan Johar: ঘরোয়া পরিবেশে কাজ, করণের সঙ্গে প্রথম কাজের পর উচ্ছ্বসিত ধর্মেন্দ্র

করণের সঙ্গে প্রথম কাজের পর উচ্ছ্বসিত ধর্মেন্দ্র

Dharmendra on Working with Karan Johar: করণ জোহরের সঙ্গে প্রথমবার ছবি করলেন ধর্মেন্দ্র। এই বর্ষীয়ান অভিনেতার অভিজ্ঞতা কেমন ছিল রকি অর রানি কী প্রেম কাহানি ছবিতে কাজ করার? কী জানালেন তিনি?

করণ জোহরের সঙ্গে প্রথমবার কোনও ছবিতে কাজ করলেন ধর্মেন্দ্র। আর সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তাঁর, কী মনে হল সবটাই তিনি তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।

এই ছবির বিষয়ে এই বর্ষীয়ান অভিনেতা জানান যে, 'কবে শ্যুটিং শুরু হল আর কবে শ্যুটিং শেষ হল বোঝাই গেল না। একটা হাওয়ার মতো হয়ে গেল গোটা বিষয়টা।' তিনি এই ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ ছবিতে কাজ করে যে ভীষণই খুশি সেটা তিনি জানান।

ধর্মেন্দ্র আরও বলেন এই ছবির বিষয়ে। তাঁর কথায়, 'আমি এর আগে করণের সঙ্গে কাজ করিনি। জানি না কেন কাজ করিনি। হয়তো এমনই। আমি এমনই ইন্ডাস্ট্রির প্রায় কম বেশি সমস্ত ভালো পরিচালকদের সঙ্গেই কাজ করেছি। বিমল রায় থেকে হৃষিকেশ মুখোপাধ্যায়, যশ চোপড়া থেকে, দুলাল গুহ, অসিত সেন, সত্যেন বোস, জেপি দত্ত, প্রমুখ। কিন্তু আমি কখনই করণ জোহরের সঙ্গে কাজ করার সুযোগ পাইনি। অবশেষে সেটা সম্ভব হল।'

তিনি যে করণের পরিচালনা, কাজ দেখে কতটা মুগ্ধ সেটা বারবার জানাতে ভুললেন না। তিনি বলেন, 'ছবি তৈরির প্রতিটা বিষয়ে ওর ভীষণ স্পষ্ট ধারণা আছে। ও জানে কোনটা কী করতে হবে। সেটা কোনও গানের এডিটিং হোক বা অন্য কিছু। করণ নিজেকে সম্পূর্ণভাবে তাতে ডুবিয়ে ফেলতে জানে। ওর সঙ্গে কাজ করে দারুন লাগল। খুব মজা করেছি।'

এই ছবিতে তাঁর সঙ্গে শাবানা আজমি, জয়া বচ্চন, রণবীর সিং, আলিয়া ভাট, প্রমুখকে দেখা যাবে। সহ অভিনেতাদের বিষয়ে তিনি বলেন, ওঁরা ভীষণই ভালো। তাঁর কথায়, 'পুরো বাড়ির মতো পরিবেশ ছিল। রকি অর রানি কী প্রেম কাহানি ছবিতে কাজ করার অভিজ্ঞতা পুরো বাড়ির খাবার খাওয়ার মতো।'

এই ছবিটি চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামী ২৮ এপ্রিল সিনেমা হলে মুক্তি পেটে চলেছে ‘রকি অর রানি কী প্রেম কাহানি’।

বন্ধ করুন