বাংলা নিউজ > বায়োস্কোপ > Dharmendra celebrates Lohri: লোহরির আমেজে দেওল পরিবার, অনুরাগীদের শুভেচ্ছা ধর্মেন্দ্র, ববির

Dharmendra celebrates Lohri: লোহরির আমেজে দেওল পরিবার, অনুরাগীদের শুভেচ্ছা ধর্মেন্দ্র, ববির

লোহরির আমেজে দেওল পরিবার

Dharmendra celebrates Lohri: বাড়িতেই লোহরি উদযাপন করলেন ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে তাঁর ছেলে ববি দেওল, এবং নাতি আর্যমন, করণ এবং রাজবীর দেওলকে দেখা যায়।

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র তাঁর পরিবারের সঙ্গে লোহরি উদযাপন করলেন। ১৩ জানুয়ারি তিনি তাঁর বাড়িতেই এই পরব উদযাপন করেন। এদিন তাঁর ছেলে, তথা অভিনেতা ববি দেওল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে ধর্মেন্দ্রর সঙ্গে ববি দেওল ছাড়াও তাঁর ছেলে আর্যমন দেওলকে দেখা যায়। সঙ্গে ছিলেন সানি দেওলের দুই ছেলে করণ এবং রাজবীর দেওল।

ববি দেওলের পোস্ট করা ছবিতে ধর্মেন্দ্রকে ঘরোয়া পোশাকে দেখা যায়। তিনি একটি সাদা রঙের টিশার্ট পরেছিলেন, সঙ্গে ছিল একটি বেইজ রঙের শার্ট এবং চেক প্যান্ট। একই সঙ্গে তাঁর পরনে ছিল টুপি। তাঁর ভীষণ চেনা হাসি হেসে ক্যামেরার জন্য তিনি পোজ দেন। তাঁর দুই পাশে আর্যমন, করণ এবং রাজবীরকে দেখা যায়। নাতিদের সঙ্গেই তিনি এদিন এই বিশেষ উৎসবটিতে মেতে উঠেছিলেন। ববি যে ছবিটি পোস্ট করেছিলেন সেটা তাঁদের বাড়িতেই তোলা।

অভিনেতা এই ছবিটি পোস্ট করে লেখেন, 'শুভ লোহরি।' এই পোস্টে তাঁকে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যায়, যেমন শুভ লোহরি, পিকচার অব দ্য ডে। বহু ভক্তরাই তাঁর এই পোস্টে লোহরির শুভেচ্ছা জানিয়েছেন।

এক অনুরাগী লেখেন, 'ইশ্বর আপনাদের মঙ্গল করুন।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন ধরমজি।' 'একসঙ্গে কত সুপারস্টার' বলে মন্তব্য করেন আরেক ব্যক্তি। গায়িকা অনন্যা বিড়লা এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। অভিনেতা গৌরব কাপুরও ববির এই পোস্টে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'কী দারুণ ছবি ভাই!'

গত ডিসেম্বরেই ৮৭ বছর পা দিয়েছেন ধর্মেন্দ্র। তাঁর জন্মদিন হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল তাঁর বাড়িতে। তাঁর ছেলে ববি এবং নাতি করণ, দুজনেই এই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাঁদের দুজনকেই বার্থডে বয়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল।

তাঁর জন্মদিনের দিন তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সঙ্গে ছিলেন। তিনি এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানে অভিনেত্রীকে দেখা যায় যে তিনি ধর্মেন্দ্রকে কেক খাওয়াচ্ছেন। আরেকটা ছবিতে তাঁদের সঙ্গে এষা দেওল এবং অহনা দেওলকে দেখা গিয়েছিল। হেমা মালিনী ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘আজকে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান।’

আগামীতে অভিনেতাকে রকি অর রানি কী প্রেম কাহানি ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি, প্রমুখ। করণ জোহরের কোনও ছবিতে এই প্রথমবার ধর্মেন্দ্রকে দেখা যাবে।

বন্ধ করুন