বছর শেষের আগেই সুখবর! টেলিভিশনের পর্দায় ফিরছেন দর্শকদের চোখের ‘তারা’। হ্যাঁ, ঠিক ধরেছেন স্টার জলসার জনপ্রিয় মেগা ‘ধ্রুবতারা’র তারা লাহিড়ী মানে শ্যামপ্তী কামব্যাক করছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই। সিরিয়ালে শ্যামপ্তী জুটি বাঁধবেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে।
কেমন হবে সিরিয়ালের গল্প?
পাহাড়ি গ্রামের এক মেয়ের গল্প উঠে আসবে পর্দায়। জানা গিয়েচে, মেয়েটির (শ্যামপ্তী) স্বপ্ন পুলিশ কিংবা আর্মি অফিসার হওয়ার। দেশের জন্য কাজ করতে চায় সে। স্থানীয় স্কুলেই তাঁর পড়াশোনা, সেই সূত্রে স্কুলের এক শিক্ষিকা মেয়েটিকে সাহায্য করে। মেয়েটির নিয়মিত যাতায়াত রয়েছে শিক্ষিকার বাড়িতে, শিক্ষিকার স্বামী আর্মি অফিসার, পরবর্তী সময়ে শিক্ষিকা মারা যায় এবং সেখান থেকেই নতুন মোড় নেবে গল্প। আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করবেন রণজয়। সোহিনীর মনের মানুষ এর আগেও মেগায় অভিনয় করেছেন। ‘সাঁঝবাতি’, ‘তোমার জন্য’-তে দর্শক আগে দেশেকে রণজয়কে।
বাজলো তোমার আলোর বেণু, ধ্রুবতারা-তে দর্শক যে শ্যামপ্তীকে দেখেছে, তার চেয়ে একদম অন্যরকমভাবে এই সিরিয়ালে উপস্থাপিত করা হবে তাঁকে। জানা গিয়েছে চলতি মাসেই শুরু সিরিয়ালের শ্যুটিং, সিকিম ও উত্তরবঙ্গের নানান জায়গায় শ্যুট হবে এই মেগার।
এই সিরিয়ালের কাহিনিই বলে দিচ্ছি চিরাচরিত মেগার গল্পের বাইরে গিয়ে খানিকটা ছক ভাঙার চেষ্টা এইখানে করছেন লীনা গঙ্গোপাধ্যায়। নতুন জুটিকে নিয়ে বেশ এক্সাইটেড দর্শকরাও।