ধ্রুব রাঠি এদিন আরজি করের মৃত চিকিৎসককে নিয়ে ভিডিয়ো বানাতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন। তিনি তাঁর সেই ভিডিয়োতে মৃতার নাম ফাঁস করে দেন। এরপরই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। বাধ্য হয়ে তিনি পরে সেই ভিডিয়ো ডিলিট করে দেন।
কী ঘটিয়েছেন ধ্রুব?
জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এদিন গাব্রা নির্ভয়া ২ এর জন্য বিচার চাই নামক পোস্ট ডিলিট করে দেন। কেউ কেউ বলেন যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে সেই ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন, কারও আবার মতে তিনি তাঁর এই ভিডিয়োতে নির্যাতিতার নাম ফাঁস করে দিয়েছেন।
এক ব্যক্তি এই বিষয়ে ধ্রুবকে কটাক্ষ করে লেখেন, 'এর আগে মোদীর সরকার নিয়ে নানা বিরোধিতা মূলক পোস্ট করলেও মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর সাহস নেই। তাও নাকি লোকজন একে বিপ্লবী বলে!'
যদিও এই বিষয়ে সাফাই দিয়ে ধ্রুব জানিয়েছেন, তিনি মৃতার নাম তাঁর পোস্টে নেওয়ায় অনেকে সেটার বিরোধিতা করেছেন বলে তিনি সেই পোস্ট সরিয়ে দিয়েছেন। একজনের কমেন্টের উত্তরে ইউটিউবার বলেন, 'অনেকে আমার ভুল ধরিয়ে দিয়ে মৃতাকে নির্ভয়া ২ বলায় ইনসেনসিটিভ বলছেন। তাই ভাবলাম ওঁরা হয়তো ঠিক। তাই ডিলিট করে দিলাম।'
ধ্রুব এদিন তাঁর মূল পোস্টের ক্যাপশনেও মৃতার নাম ফাঁস করে দিয়েছিলেন। ১৪ অগস্ট তিনি তাঁর এক্স হ্যান্ডেল অর্থাৎ যা বর্তমানে টুইটার নামে পরিচিত সেখানে লেখেন, 'পশ্চিমবঙ্গের চিকিৎসকের এই ধর্ষণ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। চিকিৎসকরা কোন পরিস্থিতিতে কাজ করেন, তাঁদের নিরাপত্তা কী আর কতটা সেটা এখান থেকেই বোঝা গেল। পশ্চিমবঙ্গের আইনের অবস্থাও বা কী সেটাও স্পষ্ট। আশা করব সিবিআই সঠিক তদন্ত করবে। এবং মৃতাকে বিচার দেবে।'
আরও পড়ুন: 'মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে...' আরজি করের তরুণী চিকিৎসকের জন্য মোমবাতি মিছিল, প্রতিবাদে সরব কিঞ্জল
তাঁর এই পোস্ট তারপর অনেকেই শেয়ার করেন এবং জানিয়েছেন তিনি এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনে আইনভঙ্গ করেছেন। এরপরই চাপে পড়ে তিনি ভিডিয়ো সরিয়ে দেন।