পরপর দু'সপ্তাহ বাংলার সেরা 'ধুলোকণা'। লালন-ফুলঝুরির বিয়ের উচ্ছ্বাস প্রতিফলিত টিআরপি তালিকায়। গত সপ্তাহে ৮.০ পেয়ে শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিক। চলতি সপ্তাহে আরও এক ধাপ এগিয়ে নম্বর বেড়ে দাঁড়াল ৯.৩।
বৃহস্পতিবার 'ধুলোকণা'র সেটে উৎসব! 'বাংলার সেরা' তকমা, বর্ষপূর্তির আনন্দ। কেমন চলল উদযাপন পর্ব? মানালি দে বললেন, 'কেক কাটা হয়েছে। সেটে প্রত্যেকেই খুব আনন্দ করেছে। তবে আজ সবাই ছিল না। অন্য দিন আরও ধুমধাম করে উদযাপনে মাতব আমরা।'
ঠিক এক বছর আগে লালন-ফুলঝুরির পথ চলা শুরু। প্রতিযোগিতায় শুধু টিকে থাকায় নয়, একেবারে শীর্ষস্থান! কতটা খুশি নায়িকা? 'দর্শকের ভালোবাসা পেতে কার না ভালো লাগে! আমাদের ধারাবাহিককে সবাই পছন্দ করছেন। এটাই আমাদের প্রাপ্তি। সেরা হয়েও খুব ভালো লাগছে', উচ্ছ্বাস ঝরে পড়ল মানালির কণ্ঠে।
এক দিকে 'ধুলোকনা'-র রাজত্ব বহাল। অন্য দিকে, টিআরপি তালিকায় ক্রমশ নিম্নগামী 'মিঠাই'। নিজের পুরনো জায়গা হারাচ্ছে জি বাংলার এই ধারাবাহিক। গত সপ্তাহে তালিকায় ধরে রেখেছিল তৃতীয় স্থান। এ বার সেটুকুও হল না! নামতে নামতে জায়গা হল পাঁচ নম্বরে।
উচ্ছেবাবু-মিঠাই রসায়ন কি তবে ফিকে হতে শুরু করেছে? কী ভাবছেন সৌমিতৃষা কুণ্ডু? প্রশ্নের উত্তর দেননি ধারাবাহিকের নায়িকা। ফোন তুলে শুধু বললেন, 'প্রচণ্ড ব্যস্ত আছি এখন। পরে কথা হবে।'
এক সময়ে টিআরপি তালিকায় একটানা রাজত্ব ছিল 'মিঠাই'-এর। সেই জায়গা আপাতত 'ধুলোকণা'র। মানালি অবশ্য প্রতিযোগিতায় বিশ্বাসী নন। তাঁর কথায়, 'আমরা শুরু থেকেই এ সব ভাবিনি। মন দিয়ে শুধু কাজটা করে গিয়েছি।'