বাংলা নিউজ > বায়োস্কোপ > Dhulokona vs Mithai: মিঠাইকে টেক্কা দিতে পুরীতে পৌঁছাল ‘ধুলোকণা’ টিম, 'লালঝুরি'র ভাগ্য ফিরবে?

Dhulokona vs Mithai: মিঠাইকে টেক্কা দিতে পুরীতে পৌঁছাল ‘ধুলোকণা’ টিম, 'লালঝুরি'র ভাগ্য ফিরবে?

পুরীতে আউটডোর শ্যুটিং

মিঠাইকে হারাতে পুরীতে হাজির টিম ধূলোকণা! টিআরপির লড়াইয়ে মিঠাই-কে টক্কর দিতেই নতুন ফন্দি নির্মাতাদের। ভাগ্যের চাকা ঘুরবে? 

টিআরপি তালিকায় একদিকে যেমন হারানো সিংহাসন ফিরে পেয়েছে ‘মিঠাই’, তেমনই নম্বর এক ধাক্কায় অনেকটা কমেছে ‘ধূলোকণা’ টিমের। লালন-ফুলঝুরি-র বিয়ের ট্র্যাকের উপর ভর করে বেঙ্গল টপার হয়েছিল ‘ধূলোকণা’, কিন্তু সেই চমক মিটতেই তলানিতে টিআরপি। কিন্তু মিঠাইকে টেক্কা দিতে এবার নতুন পন্থা ‘ধূলোকণা’ পরিবারের।

মানালি-ইন্দ্রাশিস-অনিন্দিতারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন পুরীতে। চিত্রনাট্যানুসারে সেখানে হবে একটি নাচ-গানের বিরাট প্রতিযোগিতা, তাতেই ম্যাজিক দেখাবেন লালন-ফুলঝুরি। টিআরপির ভাটা কাটাতেই এই বন্দোবস্ত।

এয়ারপোর্টে একজোট হয়ে একগুচ্ছ ছবি পোস্ট করে পুরী যাওয়ার ঘোষণা করেছিলেন মানালি। সেখানে গিয়েও একের পর এক ছবি পোস্ট করে চলেছেন মানালি। কখনও সমুদ্রের পারে ছুটির মেজাজে দেখা গিয়েছে ফুলঝুরিকে। কখনও আবার শ্যুটিং-এর ফাঁকে নীল শাড়িতে সেজে পোজ দিচ্ছেন মানালি।

‘ধুলোকণা’র পুরীতে শ্যুটিং নিয়ে ফ্যানেদের মধ্যেও জোর চর্চা। অনেকেই বলছেন, ‘জি কাকু তো দীঘা আর পাহাড় নিয়ে গিয়েছিল, স্টার জলসা কিন্তু টাকা খরচ করে রাজ্যের বাইরে শ্যুটিং করতে গিয়েছে।’ কেউ মজা করে লিখেছেন, ‘মিঠাইকে হারাতে বস্তি ছেড়ে একেবারে সমুদ্রে এসে হাজির হলো লালু আর ফুলু।’

মানালি একাই নন, ‘মেজো মামী’ অনিন্দিতা রায়চৌধুরীও নিজের অনস্ক্রিন কন্যা চ়ড়ুইয়ের সঙ্গে এয়ারপোর্ট লুকের ছবি ভাগ করে নিয়েছেন।

সেরার আসন হারানোর পর একের পর এক চমকে দেওয়ার মতো প্রোমো সামনে আনছে জি, মিঠাইয়ের গুলি লাগার ট্র্যাক শেষ হতেই ওমির নতুন প্রাণঘাতী হামলার ঝলক সামনে এনেছে। সে জায়গা এখন ‘ধূলোকণা’র গল্পে মশলা কিছুটা কমেছে। গত সপ্তাহে ষষ্ঠ স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছিল এই সিরিয়ালের কলাকুশলীদের। এবার আর অল্পেতে খুশি থাকতে চান না নির্মাতারা। পুরীতে জগন্নাথের দেবের আর্শীবাদ নিয়ে নতুন উদ্যমে কামব্যাকের লড়াই নেমেছে সকলে। এখন দেখবার রাত ৮টার স্লট দখলের লড়াইয়ে কে জয়ী হয়!

 

বন্ধ করুন