দিয়া মির্জার ছেলে অভ্যান আজাদ ৩ বছরে পা দিল গত ১৪ মে। আর সেই উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছিল। এই বার্থডে পার্টির থিম এদিন জঙ্গল রাখা হয়েছিল। আর সেই পার্টিতে উপস্থিত ছিল অভিনেত্রীর ঘনিষ্ট বন্ধু এবং ইন্ডাস্ট্রির কিছু লোকজন।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
বুধবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছেলের বার্থডে পার্টির একাধিক ছবি এদিন পোস্ট করেন। অভ্যান আজাদের জন্মদিনের পার্টির এই ছবিগুলো তিনি এদিন শেয়ার করে লেখেন 'আমাদের হার্টবিট ৩ বছরে পা দিল।'
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
একই সঙ্গে তিনি এদিন এই পোস্টে লেখেন, 'অভ্যান আজাদ তুমি আমাদের বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা এবং কৃতজ্ঞতার কথা শিখিয়েছ। আশীর্বাদ রইল তোমার জন্য আমাদের লিটিল মাস্টার। আমাদের বাবা মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের প্রতিদিন আরও মজাদার করে তোলার জন্য ধন্যবাদ।'
এদিন দিয়া মির্জার বাড়ির এই পার্টিতে এসেছিলেন নেহা ধুপিয়া, সোহা আলি খান, প্রমুখ। তাঁদের সঙ্গে তাঁদের সন্তানদের দেখা যায়। সকলে মিলে অভ্যানের জন্মদিনকে আরও বিশেষ করে তোলেন।
সোহা আলি খানও এদিন একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভ্যানকে দুতলা কেক কাটতে দেখা যাচ্ছে। পশু, নানা গাছের মোটিফ, ইত্যাদি দেখা গিয়েছে সেই কেকে।
নেহাও এদিন একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে একটি বাচ্চার সঙ্গে ডাইনোসর নিয়ে খেলতে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে নেহা লেখেন, 'শুভ জন্মদিন অভ্যান। মিষ্টি থেকো এমনই।'
প্রসঙ্গত দিয়া মির্জাকে শেষবার ধকধকে দেখা গিয়েছে। একই সঙ্গে তিনি মেড ইন হেভেন সিজন ২ তেও অভিনয় করেছেন।