গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মধ্যে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মহেশ ভাট কন্যা। আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেই, বিয়ের আগে যৌনতা ও গর্ভধারণ নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে চর্চা।
এ বার বিয়ের আগে যৌনতা ও গর্ভধারণ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। উল্লেখ্য, দিয়াও বিয়ের মাত্র ২ মাসের মধ্যে গর্ভধারণের কথা ঘোষণা করেছিলেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘যখন কোনও বিষয় ব্যক্তিগত মতামতই প্রাধান্য পায় তখন সেই সিদ্ধান্তেই স্থির থাকা উচিত। কারও ভয়-ভাবনায় দায় নিজেদের নেওয়া উচিত নয়। সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া উচিত।’
আরও পড়ুন: ইংলিশ চ্যানেলের গিয়ে স্ত্রীকে ঠেসে ধরে চুমু খেলেন সইফ! ছবি শেয়ার করলেন করিনা
দিয়ার সাফ মন্তব্য, বিয়ের আগে শারীরিক সম্পর্কের বিষয়টা একেবারে ‘ব্যক্তিগত পছন্দ’। অভিনেত্রী আরও বলেন, ‘যেহেতু বিবাহপূর্ব যৌনতা বা বিবাহপূর্ব গর্ভধারণ, এই বিষয়ে অন্য যে কোনও বিষয়ে অনেকের বিভিন্ন মতামত থাকতে পারে। এমন অনেক মানুষ আছে যারা এই সত্যিটা স্বীকার করে, এটি যে কারও ব্যক্তিগত পছন্দ। তারা তাই করতে চান, তাই করার অধিকার আছে। আমি মনে হয় আমরা ততটাও প্রগতিশীল নই, যতটা আমরা কল্পনা করি বা ভাবি।’ তৃতীয় ব্যক্তির মতামতের সঙ্গে মিল রেখে নিজের জীবন চালাতে বিশ্বাসী নন বলি সুন্দরী।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিয়া। ঠিক দু’মাস পরেই মাতৃত্বের কথা ঘোষাণা করেন নায়িকা। জুলাইয়ে জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের।