বাংলা নিউজ > বায়োস্কোপ > কুর্গে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন, স্বামী বৈভবের সঙ্গে আদুরে ছবি শেয়ার দিয়ার

কুর্গে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন, স্বামী বৈভবের সঙ্গে আদুরে ছবি শেয়ার দিয়ার

দিয়া-বৈভব

ফিরে আসার আগে ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়া লিখেছেন, ‘যতক্ষণ না ফের দেখা হচ্ছে কুর্গ’।

বিবাহবার্ষিকী উদযাপন করতে সম্প্রতি কর্ণাটকে উড়ে গিয়েছেন দিয়া মির্জা এবং বৈভব রেখি। কর্ণাটকের কুর্গে স্বামী বৈভব রেখির সঙ্গে ভালোবাসার দিনটি উদযাপন করলেন অভিনেত্রী। প্রকৃতির কোলে দুর্দান্ত সময় উপভোগ করলেন এই দম্পতি। দিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছে ঘুরে বেড়ানোর মুহূর্তের বিভিন্ন ছবি। 

বুধবার একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিয়া। পাহাড় এবং জঙ্গলের সময় কেটেছে তাঁদের। ছুটি কাটানো প্রায় শেষ। ফিরে আসার আগে ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়া লিখেছেন, ‘যতক্ষণ না ফের দেখা হচ্ছে কুর্গ’।

দিয়ার ইনস্টা স্টোরি
দিয়ার ইনস্টা স্টোরি

পূর্বে দাম্পত্য সম্পর্ক ভেঙেছে, তবে নতুন করে ভালোবাসা খুঁজে নিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। গত বছর ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ‘রহনা হ্যায় তেরি দিলমে’ খ্যাত নায়িকা। অভিনেত্রী, ২০১৯ সালের অগস্ট মাসে পাঁচ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন দিয়া। চুপিসাড়েই বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বৈভবের প্রথম ঘরের সন্তান সামায়রাও।

প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে দিয়া বিয়ে অনুষ্ঠানের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। করোনা আবহে অভিনেত্রী দিয়া মির্জা এবং স্বামী বৈভব রেখির কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান। দিয়া ও বৈভব ছেলের নাম রেখেছেন আভ্যান আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)।

 

 

বন্ধ করুন