শীতকাল মানেই ভারতের লেকে লেকে পরিযায়ী পাখির ভিড়। অনেকেই এই সময় তাদের দেখতে ভিড় জমায়। এর ব্যতিক্রম নয় মুম্বই ও সেখানে থাকা তারকারা। মুম্বইয়ের লেকে এবার বসেছিল ফ্ল্যামিঙ্গোর মেলা। আর এবার সেই ফ্ল্যামিঙ্গোদের দেখতে হাজির হন অভিনেত্রী দিয়া মির্জা এবং তাঁর ছোট্ট ছেলে অভিযান আজাদ রেখি। তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবিও অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
দিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিগুলি ভাগ করে নিয়েছিলেন। সেখানে তিনি মুম্বইয়ে ফ্ল্যামিঙ্গোদের ঝাঁকে ঝাঁকে ভিড় করা ছবি শেয়ার করেছেন। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন লিখেছিলেন, ‘এদের দেখে আমি অবাক... #WildlifeIn Mumbai WildCity Urban Wild।’ তারপরে অভিনেত্রী ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় বসে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলের সঙ্গে কাটানো সেরা সময়।’
আরও পড়ুন: নাগাল্যান্ডে 'পাতাল লোক ২'-এর শ্যুটিং! কেমন ছিল অভিজ্ঞতা? জানালেন সুদীপ শর্মা
এরপর তিনি ফ্ল্যামিঙ্গোদের আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেটির ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ পরিবেশকে দূষিত করে... কিন্তু প্রকৃতি তার জাদু জারি রাখে।’
প্রসঙ্গত, অভিনেত্রী প্রথম বিয়ে করেছিলেন সাহিল সংঘকে। তবে ২০১৯ সালের অগস্টে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। এর পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে দিয়া মুম্বইয়ের বান্দ্রায় ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তার কিছুদিনের মধ্যেই ওই বছরই তিনি তাঁর সন্তানের জন্মের খবর দেন। ২০২১-এর জুলাই মাসে তিনি শিশু পুত্রের জন্ম দেন। দম্পতি তাঁদের ছেলের নাম রাখেন অভিযান আজাদ রেখি। অভিনেত্রী জানান যে, তার ছেলে জন্মের পর ২ মাস ধরে এনআইসিইউতে ছিল।
আরও পড়ুন: ভজনের অটোতেই হাসপাতালে গিয়েছিলেন সইফ! টাকা নয়, এই বিশেষ উপহার সে পেতে চায় নায়কের থেকে
আরও পড়ুন: নাকে সেপ্টাম, খোলা চুলে জড়ানো ফুলের মালা! দেশি লুকে নেশা ধরালেন অনন্যা
দিয়া ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের খেতাব জিতেছিলেন। তিনি ২০০১ সালে হিন্দি ছবি 'রেহনা হ্যায় তেরে দিল মে' দিয়ে অভিনয়ে জগতে পা রাখেন। এই ছবিতে তিনি ছাড়াও ছিলেন আর মাধবন এবং সইফ আলি খান। গৌতম বাসুদেব মেনন রচিত ও পরিচালিত এই রোমান্টিক ছবি খুবই জনপ্রিয়তা পেয়েছিল।