‘ওয়ার্ল্ড এলিফেন্ট ডে’-র দিন নিজের অনুরাগীদের একটা ছোট্ট-মিষ্টি সারপ্রাইজ দিলেন অভিনেত্রী দিয়া মির্জা। প্রায় ৩ মাস অপেক্ষা করিয়ে রাখার পর প্রথমবার ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দিয়া। নিজের ইনস্টা স্টোরি-তে প্রথমে নিজের একটি গালে হাত দিয়ে বসে থাকার সেলফি শেয়ার করেছেন। তারপর শেয়ার করেছেন সাদা রম্পারে আভ্যানের ছবি। যার ওপর আবার রয়েছে হাতির প্রিন্ট। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ওয়ার্ল্ড এলিফেন্ট ডে পালন করছি’।
বৈভব রেখির সঙ্গে বিয়ের পর হানিমুনে গিয়ে দিয়া জানিয়েছিলেন তিনি গর্ভবতী। ১৪ মে জন্ম হয় আভ্যানের। কিন্তু জুন মাসের আগে সে খবর কাওকে জানাননি তাঁরা। প্রি-ম্যাচিওর ডেলিভারি হয়েছিল খুদে আভ্যানের। ছেলের হাতের মুঠোয় নিজের আঙুলের ছবি পোস্ট করে ছেলে হওয়ার কথা সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী।

কিছু শারীরিক সমস্যার কারণে হঠাৎ করে সিজার করার প্রয়োজন পড়ে দিয়া-র। আভ্যানকেও রাখা হয়েছিল নিওনেটাল ICU-তে ডাক্তারদের তত্তাবধানে। তাই প্রায় ১ মাস পর ছেলে হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দিয়া।
নিজের ইনস্টা স্টোরিতে এদিন কিছু বাচ্চা হাতির সঙ্গে ছবি শেয়ার করে দিয়া লিখেছেন, ‘এই হাতির শিশুগুলোর সঙ্গে দেখা করার অভিজ্ঞতা আমি কোনওদিন ভুলতে পারব না। ওরা এত মজা করে, এত খেলা করে, আর খুব দুষ্টুও! বারবার নিজেদের শুঁড় দিয়ে আমার জুতোর ফিতে খুলে দিচ্ছিল। যতক্ষণ ওখানে ছিলাম আমি শুধু হেসে গিয়েছি।