দিয়া মির্জা দুই সন্তানের মা। হ্যাঁ, একটি তাঁর নিজের। আরেকটি তাঁর সৎ মেয়ে। কিন্তু হলে কী হবে। অভিনেত্রী কখনই তাঁদের মধ্যে ফারাক করেন না। ছেলে অভ্যান এবং মেয়ে সামায়রাকে ঘিরেই এখন তাঁর জীবন। কিন্তু জানেন কি তাঁর সৎ মেয়ে তাঁকে মোটেই মা বলে ডাকেন না। বরং নাম ধরে ডাকেন। কিন্তু কেন? প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই।
দিয়াকে মা বলেন না তাঁর সৎ মেয়ে
দিয়া এদিন নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'ও আমাকে মা বলে ডাকে না। আমি এক্সপেক্টও করি না যে ও আমায় মা, মাম্মা বা অন্য কিছু বলে ডাকবে। ওর মা আছে, যাকে ও মা বলে ডাকে। আমাকে দিয়া বলেই ডাকে সামায়রা।'
আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় কৌশাম্বি যেন রাজকন্যা, বরের হাত ধরে এলেন রিসেপশনে, কেমন সেজেছিলেন আদৃত?
দিদির এই ডাক শুনে দিয়ার নিজের ছেলেও তাঁকে কখনও কখনও নাম ধরে ডাকে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'ব্যাপারটা খুব মজার হলেও ওর জন্যই অভ্যান আমায় কখনও কখনও দিয়া বলে ডাকে। কখনও আবার দিয়া মা। আমার খুব মজা লাগে।'
প্রসঙ্গত, দিয়া মির্জা ২০২১ সালে বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি ছেলে আছে অভ্যান। বৈভব এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুনয়না রেখির মেয়ে হলেন সামায়রা। তবে সামায়রা যতই সৎ মেয়ে হোক ওঁকে ভীষণই স্নেহ করেন দিয়া। তাঁর জন্মদিনে আদুরে পোস্ট করতেও ভোলেন না। এই বছর সামায়রা ১৫ বছরে পা দিয়েছেন।
দিয়া মির্জাকে শেষ বার ধক ধক ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে সঞ্জনা সংঘি, ফতিমা সানা শেখ, রত্না পাঠক প্রমুখ আছেন।