বাংলা নিউজ > বায়োস্কোপ > Dibyojyoti Dutta-Jamal Kudu: লর্ড ববি-র ‘জামাল কুদু’তে উদ্দাম নাচ সূর্যর! এই ইরানি গানের অর্থ কী জানেন?

Dibyojyoti Dutta-Jamal Kudu: লর্ড ববি-র ‘জামাল কুদু’তে উদ্দাম নাচ সূর্যর! এই ইরানি গানের অর্থ কী জানেন?

জামাল কুদু-তে নাচ দিব্য়জ্যোতির 

Dibyojyoti Dutta-Jamal Kudu: সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্রেন্ডিং রিল এই গানে। বাচ্চা থেকে বুড়ো সকলে নাচছে ববি-র এই গানে। ইরানি লোকগানের অর্থ জানা আছে? 

সাদা শার্ট, গলায় পান্নার মালা ঝুলিয়ে, মদের গ্লাস মাথায় নিয়ে নাচছেন ‘আবরার’ ববি দেওল। যার নেপথ্যে বাজছে ‘জামাল কুদু’ গান। বিয়ের আসরে এই গানের তালে পা মিলিয়েই ‘অ্যানিম্যাল’ ছবিতে এন্ট্রি হয় আবরারের। এই গানের তালে এখন নাচছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এই গান। আট থেকে আশি সকলেই পা মেলাচ্ছেন ‘জামাল কুদু’ গানে।

সেই তালিকায় নতুন সংযোজন অনুরাগের ছোঁয়ার ডাক্তার সূর্য সেনগুপ্ত। হ্যাঁ, সোনা-রূপার বাবা এবার ধরা দিলেন একদম বিন্দাস মুডে। কালো রঙা শার্টের উপর ব্লেজার চাপিয়ে শ্যুটে ব্যস্ত দিব্যজ্যোতি। ফটোর জন্য পোজ দেওয়ার ফাঁকেই সাপের মতো শরীর দুলিয়ে জামাল কুদুর তালে পা মেলালেন ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক।

সূর্যর ডান্স মুভসে মজে অনুরাগীরা। কেউ কেউ অবশ্য মজা করে লিখেছেন, ‘না নেচে দীপার কাছে যাও। ওকে ফিরিয়ে আনো না হলে তোমার কপালে দুঃখ আছে’। সূর্য-দীপার প্রেম কাহিনিতে সতীন-কাঁটা মিশকা। তাঁর বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না দীপা-সূর্যর ভক্তদের। আরেক ভক্ত দিব্যজ্যোতির লেগপুল করে লেখেন, ‘সোনা-রূপার বাবা হতে গেলে তো এইরকম নাচ চলবে না। এ সব কী! ’

দিব্যজ্যোতি একা নন, এই গানের তালে এখন রিল ভিডিয়ো পোস্ট করছেন একের পর এক তারকা। কিন্তু জানেন কি, এই ইরানি গানের প্রকৃত অর্থ কী?

‘জামাল কুদু’ ইরানের জনপ্রিয় লোকসঙ্গীত। শোনা যায়, এই গানটি  ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রায়  ৭০ বছর আগে গাওয়া হয়েছিল। ১৯৫০ দক্ষিণ ইরানে খারাজেমি বালিকা বিদ্যালয়ে প্রথম বার গাওয়া হয় জামাল কুদু। একটু একটু করে জনপ্রিয়তা পেতে পেতে আজ পারস্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এটি। ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গানটি গাওয়া অলিখিত রেওয়াজ।

  ‘অ্যানিম্যাল’ ছবিতেও ববির তৃতীয় বিয়ের অনুষ্ঠানেই এই গান গাইতে দেখা যায়। ‘জামাল জমলো কুদু’ গানটি ইরানি কবি বিজান সামানদারের লেখা থেকে। সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ভারতীয় দর্শকদের কাছে এই গান পেশ করেছেন নতুন আঙ্গিকে। গানের যে লাইনটি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে, সেটি হল ‘জামাল জামালেক জামলো জামাল কুদু’। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ও আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা’।

 এই গানের মাধ্য়মে প্রেয়সী তাঁর প্রেমিকে বলছে- ও আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না তুমি। তুমি নিজের জীবনের নতুন শুরু করতে চলেছ, আমি যেন পাগল হয়ে উঠেছি আরও। ও আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা।' 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.