বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurager Chhoya: রূপবতী নয় গুণবতীই পছন্দ দিব্যজ্যোতির, আরও এক কৃষ্ণকলির গল্পে কামব্যাক কিয়ানের!

Anurager Chhoya: রূপবতী নয় গুণবতীই পছন্দ দিব্যজ্যোতির, আরও এক কৃষ্ণকলির গল্পে কামব্যাক কিয়ানের!

আসছে অনুরাগের ছোঁয়া

ফের ডাক্তারের চরিত্রেই কামব্যাক ‘কিয়ান’ দিব্যজ্যোতির, স্টার জলসায় আসছে ‘অনুরাগের ছোঁয়া’। 

রূপ না গুণ - কী দিয়ে যায় মনের মানুষ চেনা? এমনই প্রশ্ন ছুঁড়ে দিল স্টার জলসার নতুন শো ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকের সঙ্গে ছোটপর্দায় ফিরছেন ‘কিয়ান’ দিব্যজ্যোতি দত্ত। ‘দেশের মাটি’ ধারাবাহিকে ডাক্তারবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। এবার সেই ডাক্তারের চরিত্রে! সিরিয়ালের প্রথম প্রোমো সামনে এল বুধবার গভীর রাতে। 

সিরিয়ালে কেমন হবে দিব্যজ্যোতির চরিত্র? ধন্বন্তরি ডাক্তার নিজেকে নিয়োজিত করেছে দুঃস্থ মানুষের সেবায়। মনেপ্রাণে সে বিশ্বাস করে মানুষের গুণই আসল, রূপটা নিতান্ত বাহ্যিক। প্রমোতে দেখা গেল, গাছতলায় বসে রোগী দেখছে দিব্যজ্যোতি, আচমকাই ‘মিস ইউনিভার্স’-এর মতো ডানাকাটা পরীর দেখা পাবে সে, বা বলা ভালো তাঁকে সেই সুন্দরীকে চোখে আঙুল দিয়ে দেখাবে তাঁরই ভাই। অথচ ওই সুন্দরীর 'নীচু মন' দেখে যখন বিরক্ত হয়ে যায় সে তখন তাঁর সামনে আসে এক কন্যে। যে এক ভিখারিকে কাছে টেনে নেয়, নিজের হাতে খাইয়ে দেয়। এক নজরেই সেই মেয়ের গুণে মুগ্ধ এই ডাক্তার। পরের দৃশ্যে দেখা যায় বিয়ের জন্য পাত্রী দেখতে সপরিবারে হাজির ধন্বন্তরি তরুণ ডাক্তার। আমচাই তাঁর চোখের সামনে এসে হাজির ওই সুন্দরী। ‘ছেলের জন্য এমন ফরসা, রূপবতী পাত্রীই আমি চেয়েছিলাম’ বলে উঠেন দিব্যজ্যোতির অনস্ক্রিন মা। বিয়েটা সে করবে না এমন কথা বলবার আগেই তাঁর নজরে আসে সেই গুণবতী, যার ব্যবহার মুগ্ধ করেছিল তাঁকে। প্রকাশ্যেই তাঁর ঘোষণা- ‘কিন্তু গুণটাই যে আসল’। 

প্রোমো দেখা বোঝাই যাচ্ছে, মালায়লাম সিরিয়াল করুথামুথু (Karuthamuthu)-র অফিসিয়্যাল রিমেক এই সিরিয়াল। এর আগে ‘কার্তিক পূর্ণিমা’ নামে হিন্দিতেও তৈরি হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক, যা সম্প্রচারিত হত স্টার ভারতে। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। 

সিরিয়ালে দিব্যজ্যোতির বিপরীতে টেলিপাড়ার পরিচিত মুখ স্বস্তিকা ঘোষ। এর আগে ‘দত্ত অ্যান্ড বউমা’-র মতো সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে স্বস্তিকাকে। এই প্রথম লিড চরিত্রে সে। সাম্প্রতিক সময়ে কালো মেয়ের গল্প বারবার ঘুরে ফিরে এসেছে বাংলা টেলিভিশনে। আবারও তেমনটাই ঘটবে। ‘আগে দর্শনদারি পরে গুণ বিচারি’ এটা আমাদের সমাজের বহু প্রচলিত প্রবাদ। সেই ধ্যান-ধারণাকেই চ্যালেঞ্জ জানাবে ‘অনুরাগের ছোঁয়া’। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

পছন্দের রায় পেতে বিচারকদের আবাসনে হামলার অভিযোগ, নেতৃত্বে পুলিশ আধিকারিক! বেশি কফি খেয়ে ক্ষতি করছেন না, বরং দীর্ঘজীবী হচ্ছেন, কীভাবে জানেন Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? আরজি কর-কাণ্ডে ডাক্তার আন্দোলনের নামে টাকা তোলার প্রতারণা! সাবধান করল স্বস্তিকা 'যে ডাক্তার সুপ্রিম কোর্টকে অবমাননা করে সেই ডাক্তার দেশদ্রোহী' বহুতল থেকে ঝাঁপ, আত্মহত্যা! কিন্তু আদপে কে ছিলেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা? বিবাহিত হয়েও লিভ-ইন করছেন? নীতি পুলিশের হাত থেকে রক্ষা করতে রায় হাইকোর্টের ‘স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল, ভেঙে যেতে পারে!’ গুজব ছড়ানোয় মামলা দায়ের পুলিশের ছোটবেলায় বাবার ২য় বিয়ে! বাড়ন্ত বয়সে ধর্মেন্দর সঙ্গে কেমন সম্পর্ক, জবাব ববির আরজি কর নিয়ে মা শতরূপা ‘সরকার-বিপক্ষে’! কেন নবান্নে ঋতাভরী, নিজেই জানালেন কারণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.