বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ছবিতে বিনোদিনী হয়ে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এখবর তো পুরনো। তবে ১৪ মার্চ দোলের শুভ দিনে সামনে এল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতাদের নাম। আর এখানে আসল চমকটা হলেন 'অনুরাগের ছোঁয়া' খ্যাত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।
ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। বলাই বাহুল্য 'অনুরাগের ছোঁয়া'র সাফল্যের পর দিব্যজ্যোতির কাছে নিজেকে প্রমাণ করার এটা একটা দরুণ সুযোগ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় টিভি৯ বাংলাকে জানান, এই ছবিটি মূলত শ্রীচৈতন্য দেবের বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক এবং একবিংশ শতক, এই তিনটি যুগের গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন ছবিতে তুলে ধরা হবে।
আরও পড়ুন-মজা করে বলেন ‘আমার ন্যাড়া ধরে গেছে গো…’, ন্যাড়াপোড়ায় সামিল সায়ন্তিকা, কী করলেন?
আবার এই ছবির আরও একটা চমক হল বর্তমান সময়ের তিনটি চরিত্র উঠে আসবে ছবি। আর এই চরিত্রগুলিতে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা ও পার্নো মিত্র। প্রসঙ্গত, টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ইন্দ্রনীল-ইশার প্রেমের গুঞ্জন। আর এবার ছবিতে তাঁদের রসায়ন কেমন হবে, তা দেখতে দর্শকদের আগ্রহ থাকবে বৈকি! এর আগে 'অটোগ্রাফ' ছবিতে সৃজিতের সঙ্গে কাজ করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অন্যদিকে 'রাজকাহিনী'-তে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন পার্নো। আবার সৃজিতের এই ছবিতে গিরীশ ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে।
এদিকে অতি সম্প্রতি 'নটী বিনোদিনী' ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। সেই ভূমিকায় এবার দেখা যাবে শুভশ্রীকে। আবার ওই ছবিতে গিরীশ ঘোষের ভূমিকায় ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার সেই চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে। ছবিটি SVF ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে এই ছবি তৈরির প্রচেষ্টা শুরু হয়। সেসময় ছবির চরিত্রদের জন্য অন্য অভিনেতাদের বেছে নেওয়া হয়েছিল। তবে সেই লুক সেটও হয়ে গিয়েছিল, তবে ২০২৫-এ এসে তাতে আমূল পরিবর্তন আনা হয়েছে। সব চরিত্ররাই প্রায় বদলে গিয়েছেন।