এই বছর, বলিউডে নিজের ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। গত আড়াই দশকে তিনি বেশ কিছু পুরস্কারের পাশাপাশি, সাধারণ মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছেন। কিন্তু এই বছর যখন অভিষেক ‘আই ওয়ান্ট টু টক’ (২০২৪) ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন, তখন এটি তাঁর এবং তাঁর পরিবারের জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। অভিষেক তার মা জয়া বচ্চন এবং বোন শ্বেতা বচ্চনের সঙ্গে যা ভাগ করে নিতে পেরেছিলেন, কারণ তাঁর উপস্থিত ছিলেন সেদিন ফিল্মফেয়ারে। তবে জয়ের পর দেওয়া ভাষণে অভিষেক ধন্যবাদ জানান ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যাকে। আসলে বছরখানেক ধরেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন কখনো বেড়েছে, কখনো কমেছে। পুরপোরি থামছে না।
এরই মাঝে করবা চৌথের একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল এখন। যেখানে দুজনকে এই প্রথা পালন করতে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, আদৌ কি এটা চলতি বছরের? আদৌ কি অভিষেক-ঐশ্বর্যর ভিডিয়োটি। নাকি AI-এর কারসাজি?
ভাইরাল ভিডিয়োটিতে, অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে কালো স্যুট পরে। অন্য দিকে, ঐশ্বর্য রাই বচ্চন সোনালী কাজ করা উজ্জ্বল লাল স্যুটে। যখন এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন অনেক নেটিজেন অনুমান করেছিলেন যে এটি ঐশ্বর্য এবং অভিষেকের ২০২৫ সালের করবা চৌথ উদযাপনের এক ঝলক। কিন্তু এই ভিডিয়োটি আসলে ২০১৯ সালে তোলা হয়েছিল, যখন ঐশ্বর্য এবং অভিষেক মুকেশ আম্বানির বোন নিনা কোঠারির মেয়ে নয়নতারা কোঠারির বিবাহ-পূর্ব অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ায়। তারকা-খচিত এই জমকালো অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন মুকেশ এবং তার স্ত্রী নীতা আম্বানি।
ভাইরাল ভিডিয়োটির মন্তব্য বিভাগে একই কথা উল্লেখ করে, একজন নেটিজেন লেখেন, ‘ভুল তথ্য। এটি করবা চৌথের ভিডিয়ো নয়। এটা পুরনো। ২০১৯ সালে আম্বানিরা তাঁদের ভাগ্নি নয়নতারা কোঠারির জন্য একটি প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানের।’
সেভাবে একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স দেন না অভিষেক ও ঐশ্বর্য। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকে তাঁদের ডিভোর্স-চর্চা তুঙ্গে উঠেছিল। মাঝে ব্যাপারটা ধামাচাপা পড়লেও, ফিল্মফেয়ারে ঐশ্বর্যর অনুপস্থিতি ফের যেন বিতর্ক উসকে দিয়েছে। অনেকেরই দাবি শাশড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে দূরত্ব বজায় রাখতেই নাকি সেদিন আসেননি রাই সুন্দরী!