বাংলা নিউজ > বায়োস্কোপ > Ambarish Bhattacharya: ১৭ বছরের লম্বা টিভি কেরিয়ারে ইতি টানছেন ‘পটকা’ অম্বরীশ ভট্টাচার্য? এল জবাব

Ambarish Bhattacharya: ১৭ বছরের লম্বা টিভি কেরিয়ারে ইতি টানছেন ‘পটকা’ অম্বরীশ ভট্টাচার্য? এল জবাব

অভিনয় কেরিয়ারে ইতি টানছেন অম্বরীশ?

‘রাজা-গজা’র গজা হয়ে প্রথম ধারাবাহিকেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অম্বরীশ ভট্টাচার্য। এরপর বড় পরদা থেকে ওটিটি, সর্বত্র দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন মুম্বই গিয়ে অমিতাভের সঙ্গেও। 

টিভি থেকে বড় পরদা, চুটিয়ে কাজ করেছেন অম্বরীশ ভট্টাচার্য। কাজ করেছেন ওটিটি-তেও। একাধিক সিরিয়ালে একাধিক চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। কখনও তিনি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তো কখনও তাঁর অভিনয় এনে দিয়েছে চোখে জল। ১৭ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে টলিউড থেকে কেন অবসর নেওয়ার কথা ভাবছেন?

২০০৭ সালে রাজা এবং গজা ধারাবাহিক অম্বরীশের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। একের পর এক পার্শ্ব চরিত্র দিয়ে নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে দেখা না মিললেও অল্পতেই খুশি। ধারাবাহিকের জগতে পা রাখার আগে তাঁকে দেখা যেত নাটক- থিয়েটারের মঞ্চে। কিছুটা বোহেমিয়ান জীবনেই অভ্যস্ত ছিলেন। বিয়ে-সংসার না করেই মনোনিবেশ করেছেন অভিনয় জীবনে। এখন ইচ্ছে ফের সেই থিয়েটার জীবনে ফেরার। যে জীবনে নিজের ইচ্ছা মতো বাঁচা যায়।

আর তাই ইচ্ছে এবার ধারাবাহিকের কাজ থেকে অবসর নেবেন। তারপর আগের মত বোহেমিয়ান জীবন কাটাবেন। মানুষ দেখবেন। মানুষকে দেখে মানুষের মধ্যে থেকেই যে তিনি জীবনের পাঠ নেন। শুধু তাই নয়, আজকাল নিজেকে খুব ‘ওভারইউজড’ও মনে করেন, দর্শক হিসেবে নিজেকে যখন দেখেন, তখন আর দেখতে ভালো লাগে না। 

অম্বরীশের কথায়, ‘গত ১৭ বছর ধরে টেলিভিশন জীবনে ধারাবাহিক, বিজ্ঞাপনে কাজ করে চলেছি। এখানে সেখানে সর্বত্রই এক মুখ। মানুষেরও তো ভালো লাগার কথা নয়। জানি না কী করে ওরা আমাকে এতদিন সহ্য করছে। আমার আর নিজেকে দেখতে ইচ্ছে করে না। তাই সাময়িক অবসর নিয়ে আগের জীবনে ফিরে যেতে চাই।’

দিনকয়েক আগে অম্বরীশের অসুস্থতার খবর মিলেছিল। শরীরে অসহ্য যন্ত্রণা, জ্বরের তীব্রতা শরীরকে দুর্বল করে দেওয়ায় থাকতে পারেননি গুড্ডি সিরিয়ালের সেটেও। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন। বড় পর্দায় অম্বরীশকে সম্প্রতি দেখা গিয়েছে দেবের ব্লকবাস্টার ছবি ‘প্রজাপতি’ এবং প্রসেনজিতের ‘কাবেবী অন্তর্ধান রহস্য’-এ। মুম্বইয়ের একাধিক কমার্শিয়ালে অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করে নিয়েছেন টিভি-র পটকা। তাই ক্যামেরার সামনে থেকে এভাবে সরে গেলে অনুরাগীরা মনে একটু তো ব্যথা পাবেই। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.