সেই ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ৩ ভাই, ৩ বোনের গল্পে দুজনেই হয়েছিলেন ছোট ভাই এবং বোন। গল্পে কেউ কাউকে সহ্য না করতে পারলেও বাস্তবে কিন্তু তখনই একে অন্যকে মন দিয়ে বসেন তাঁরা। কাদের কথা বলছি প্রারব্ধি সিংহ এবং অস্মিতা চক্রবর্তীর কথা। তারপর হামেশাই তাঁদের নানা রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করতে, একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। কিন্তু সেই সম্পর্ক কি অতীত? প্রেমিককে ছেড়ে আরেক অভিনেতা সৌর ভট্টাচার্যর গলায় মালা দিলেন অস্মিতা? ব্যাপারটা কী?
কী ঘটেছে?
এদিন অভিনেতা সৌর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে তসরের পঞ্জাবি এবং লাল ধুতি পরে থাকতে দেখা গিয়েছে। পাশে ঘিয়ে এবং লাল রঙের মিশ্রণে শাড়ি এবং লাল ব্লাউজ, ওড়না, মুকুট পরে বধূবেশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অস্মিতা চক্রবর্তীকে। আর এই ছবিগুলো পোস্ট করে অভিনেতা লেখেন, 'হয়ে গেল।' সঙ্গে হাসির ইমোজি আর আংটি আর লাল হৃদয়ের ইমোজি।
এদিন তিনি পোস্ট করতে বাদ দেননি সিঁদুরদান থেকে খই দান, সহ অন্যান্য মুহূর্তের ছবিও পোস্ট করতে। পরিবারের সঙ্গেও হাসিমুখে দুজনকে ছবি তুলতে দেখা গিয়েছে। তবে এই বিয়ের মরশুমে তাঁদের বিয়ে হলেও সেটা পর্দায় হয়েছে। বাস্তবে নয়।
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে দুজনকে। সেখানেই সৌরের চরিত্র অর্থাৎ প্রতিমের সঙ্গে অস্মিতার চরিত্র অর্থাৎ প্রিয়ার বিয়ে হল। সেই ছবিই এদিন তাঁরা মজা করে পোস্ট করেছেন। বাস্তবে কিন্তু প্রারব্দির সঙ্গে বাস্তবে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক এতটুকু নষ্ট হয়নি।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'পর্দার বিয়ের জন্যও শুভেচ্ছা জানাবো নাকি?' দ্বিতীয়জন লেখেন, 'আরে বিয়ে করে নিলেন, জানালেন অবধি না!' কেউ কেউ আবার জিজ্ঞেস করেছেন যে অভিনেতা সত্যিই বিয়ে করল নাকি?
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩-র! কী হাল সিংঘম এগেনের?
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেশ উপরের দিকেই আছে। শ্যামলী এবং অনিকেতের রসায়ন জমে উঠেছে যে সেটা নিঃসন্দেহে বলা যায়। রাত সাড়ে আটটা নাগাদ সোম থেকে রবিবার পর্যন্ত দেখা যায় এই মেগা। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।