এর আগেও জাহ্নবী কাপুর প্লাস্টিক সার্জারি করিয়েছেন এমন দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, তথ্যপ্রমাণ নিয়ে সেই পোস্টগুলি করা হয়েছে। তবে এবারের জল্পনার আগুনে ঘি ঢাললেন এক প্লাস্টিক সার্জেন নিজে। জাহ্নবী কাপুর রাইনোপ্লাস্টি করিয়েছেন, এমন একটি পোস্টে হঠাৎই লাইক দিয়ে বসেন বিখ্যাত সার্জেন ডাক্তার রাজ কানোডিয়া। যিনি কি না, আম্বানির বিয়েতেও হাজির হয়েছিলেন। এমনকী, শ্রীদেবী কন্যা ওঁর সঙ্গে ছবিও তোলেন গলা জড়িয়ে। এমনকী, আম্বানির বিয়েতে আসা আরও হলিউড তারকা, ক্লোয়ি কার্দাশিয়ান তো প্রকাশ্যে স্বীকার করেছেন যে, যে ডাঃ কানোদিয়া তার রাইনোপ্লাস্টি করেছিলেন।
তবে ডাঃ রাজ কানোডিয়ার এরকম কাজে বেশ বিরক্ত নেটিজেনদের বড় একটা অংশ। কারণ এইচআইপিএএ (স্বাস্থ্য বীমা পোর্টেবিলিটি এবং জবাবদিহিতা আইন ১৯৯৬) বিধি অনুসারে, স্বাস্থ্যসেবা সরবরাহকারী এবং এরকম কোনও সংস্থার কোনও প্রতিনিধি রোগীর সম্মতি ব্যতীত সুরক্ষিত তথ্য ভাগ করে নিতে পারে না।
রাইনোপ্লাস্টি কী?
নাকের সৌন্দর্যবর্ধনে রাইনোপ্লাস্টি করার চল রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে মানুষের নাকের আকৃতি পরিবর্তন করা সম্ভব। রাইনোপ্লাস্টির মাধ্যমে বোঁচা, থ্যাবড়ানো বা বসে যাওয়া নাক যেমন খাড়া করা যায়। মোটা নাককে করা যায় সরু। বহু বলিউড অভিনেত্রী এর আগে রাইনোপ্লাস্টির সাহায্য নিয়েছেন।
আম্বানিদের বিয়েতে ডাক্তার রাজ কানোডিয়া
অনন্ত-রাধিকার বিয়েতে রাজ কানোডিয়া সম্প্রতি জাহ্নবীর সঙ্গে একাধিক ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শতাব্দীর সবচেয়ে স্মরণীয় অনুষ্ঠান অনন্ত আম্বানি ও রাধিকার বিয়েতে আমন্ত্রিত হতে পেরে বিশেষভাবে সম্মানিত। আর এই উদযাপনের ফলে, বিশ্বজুড়ে থাকা আমার কিছু প্রিয় বন্ধুদের সঙ্গে আমার নিজের দেশ ভারতেই দেখা হওয়া আরও আশ্চর্যজনক ছিল।’ গত ১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়ে হয়।
কাজের সূত্রে, জাহ্নবীকে শেষ দেখা গিয়েছে 'মিস্টার এন্ড মিসেস মাহি'। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিতে দেখা মিলেছিল জাহ্নবীর। আগামিতে জাহ্নবীকে দেখা যাবে 'উলঝ' ছবিতে। যেখানে কূটনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন
তবে শ্রীদেবী কন্যা তাঁর প্রেম নিয়েও চর্চাতে রয়েছেন। শিখর পাহাড়িয়ার সঙ্গে আম্বানিদের বিয়েতে এসে, সম্পর্কে দিয়েছেন শিলমোহর। শিখর হলেন সম্পর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তাঁর বাবা সঞ্জয় পাহাড়িয়া একজন ব্যবসায়ী।
কদিন আগে যখন অভিনেত্রী ফুড পয়জনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন এই শিখরই আগলে আগলে রেখেছিলেন তাঁকে। জলদি এই স্টার কিড বিয়ের পিঁড়িতে বসতে পারে বলেও খবর আসছে।