আপাতত নেটপাড়া উত্তাল যুজবেন্দ্র চাহাল ও তাঁর ডাক্তার-ডান্সার স্ত্রী ধনশ্রী বর্মার বিচ্ছেদ নিয়ে। সদ্য ডিভোর্স হয়েছে। গত সপ্তাহে ডিভোর্সের শেষ দিনে চাহালের বুকে লেখা, ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ ভুলতে পারছে না সাধারণ মানুষ। তারই মাঝে খবর আসছে, হার্দিক পান্ডিয়া নাকি সিলমোহর দিয়ে ফেলেছে চাহালের নতুন প্রেমিকা কে, তাতে।হার্দিক নাকি জানিয়ে দিয়েছেন, চাহাল প্রেম করছেন আরজে মাহভাশের সঙ্গে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে হার্দিক পান্ডিয়া নিশ্চিত করেছেন যে ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, চাহাল আর জে মাহভাশের সঙ্গে ডেটিং করছেন। ক্লিপে পান্ডিয়াকে চাহালের স্ট্রাগল নিয়ে আলোচনা করতে এবং তাঁর জীবনে সুখ আনার জন্য মাহভাশকে ধন্যবাদ জানাতে দেখা যাচ্ছে। চাহাল বর্তমানে অনেকটা ভালো পরিস্থিতিতে আছেন, এমন বলতেও শোনা যায়। যাদুজনের প্রেমের এই গুজবকে আরও বাড়িয়ে তোলে।
ভাইরাল ক্লিপে পান্ডিয়া বলেছেন, ‘আমি ওকে সংগ্রাম করতে দেখেছি, তাই ওর পাশে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওকে আবার হাসতে দেখা ভালো লাগছে। মাহা ওর জীবনে ইতিবাচকতা এনেছে, এবং ও এই সুখের যোগ্য। যদি মাহা সেই কারণ হয়, তাহলে আমি আমার ভাইয়ের জন্য খুশি।’ এই বিবৃতিটি দ্রুত ভাইরাল হয়ে যায়, ভক্তরা এটিকে চাহাল এবং মাহভাশের সম্পর্কে সিলমোহর বলেই মনে করে।
তবে, বর্তমানে জানা গিয়েছে যে, পান্ডিয়ার এই বলা কথাগুলো, চাহাল ও মাহভাশকে নিয়ে, আসলে ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছিল। পান্ডিয়া কখনোই এই ধরনের কোনো কথা বলেননি।
চাহাল ও মাহভাশ:
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে গ্যালারিতে চাহাল-মাহভাশের ঘনিষ্ঠতা ভাইরাল হয়। অবশ্য, এর আগেও ২০২৪ সালের বড়দিনে মাহভাশের সঙ্গে চাহালের ফোটো ভাইরাল হয়েছিল। সেই থেকেই দুজনের ডেটিংয়ের খবর। ম্যাচের দিনও ক্যামেরার ফোকাস বারবার গিয়ে পড়ছিল এঁদের মুখে। দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে ও হাসতে দেখা যাচ্ছিল। যেন গেম নয়, একে-অপরেই ফোকাস করেছেন। তবে মাহভাশ এটিকে বন্ধুত্ব হিসেবেই আখ্যা দিয়েছেন। এমনকী, তাঁদের সম্পর্কে প্রেমের রং লাগানোয়, ধনশ্রীর সঙ্গে ডিভোর্সে তাঁর নাম জোড়ায় নেটিজেনদের এক হাত নিতেও ছাড়েননি।
চাহাল ও ধনশ্রীর ডিভোর্স:
২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল এবং ধনশ্রী। জানা গিয়েছে, খাতায়কলমে বিয়ের মাত্র ১৯ মাসেই তাঁরা আলাদা হয়েছেন। যদিও আইনি ভাবে ডিভোর্সের তারিখ হল, ২০২৫ সালের ২০ মার্চ। প্রাক্তন স্ত্রী ধনশ্রীকে খোরপোশে ৪.৭৫ কোটি দেবেন চাহাল। যার প্রথম কিস্তি ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে।