বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘এবার খেলা জমবে!’, উঁচাই-এর স্ক্রিনিংয়ে কঙ্গনাকে দেখেও পাত্তা দিলেন না জয়া?

‘এবার খেলা জমবে!’, উঁচাই-এর স্ক্রিনিংয়ে কঙ্গনাকে দেখেও পাত্তা দিলেন না জয়া?

কঙ্গনা রানাওয়াতকে কি ইচ্ছে করে পাত্তা দিলেন না জয়া বচ্চন?

বুধবার উঁচাই-এর তারকাখচিত স্ক্রিনিং থেকে সামনে এল একটি ভিডিয়ো, যেখানে দেখা গেল কঙ্গনা রানাওয়াতকে দেখেও পাত্তা দিলেন না জয়া বচ্চন। মিস করবেন না যেন ভিডিয়োখানা। 

বুধবার ছিল সুরজ বরজাতিয়া-র সিনেমা ‘উঁচাই’-এর স্ক্রিনিং। আর তাতে একঝাঁক বলি-তারকার সঙ্গে উপস্থিত ছিলেন কঙ্গনা রানাওয়াতও। সেখানে গিয়েই জয়া বচ্চনের সঙ্গে এক নাটকীয় মুহূর্তের সাক্ষী হলেন, যেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। নেট-নাগরিকরা বেশ মজা পেয়েছেন তা কমেন্ট সেকশনে চোখ রাখলেই বোঝা যাচ্ছে।

‘উঁচাই’-তে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সরিকা, পরিণীতি চোপড়া। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রেড কার্পেটে পিচ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন জয়া বচ্চন। দেখা গেল জয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ‘হ্যালো জয়াজি’ বলছেন কঙ্গনা। এদিকে জয়া অন্যা কারও দিকে তাকিয়ে হেসে মাথা নেড়ে অনুপম খেরের দিকে এগিয়ে যান ছবি তোলার জন্য। এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োখানা।

একজন কমেন্ট করেছেন, ‘জয়া বচ্চনও তাহলে কঙ্গনাকে ভয় পায়!’ আরেকজন লিখলেন, ‘এত কিসের অহংকার এই মহিলার সত্যিই বুঝি না। কঙ্গনা এরপর জয়া আন্টিকে দেখিয়ে দেবে ও কী জিনিস। মজা দেখার অপেক্ষায় রইলাম আমরাও।’ একজন আবার লিখেছেন, ‘আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত। এরকম তো হতেই পারে। আমাদের সঙ্গেও হয়। এটাকে নিয়ে মিডিয়া ইস্যু না বানালেও পারে।’

‘উঁচাই’-এর স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিষেক বচ্চনও। দেখা গেল তিনি কিন্তু বেশ হেসে হেসেই কথা বললেন কঙ্গনার সঙ্গে। এমনকী, একে-অপরের গায়ে হাত রেখে ছবিও তুললেন। বন্ধুত্বপূর্ণ আড্ডাও নজরে এল জুনিয়র বচ্চন আর কঙ্গনার মধ্যে।

কঙ্গনা আর জয়া ছাড়াও এদিনের স্ক্রিনিংয়ে হাজির ছিলেন কাজল, রানি মুখোপাধ্যায়, সলমন খান, রীতেশ দেশমুখ, শেহনাজ গিলরা। উঁচাই-তে দেখানো হয়েছে মৃত বন্ধুর ইচ্ছেকে সম্মান জানিয়ে বন্ধুদের একটা দল সব বাধা ও বয়সকে তোয়াক্কা না করে এভারেস্টে চড়ার উদ্যোগ নেয়। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার খুব প্রশংসা কুড়িয়েছে।

 

বন্ধ করুন