বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi: আদৃতের বাড়িতেই তোলা কৌশাম্বির এই ছবি! প্রেমিকার পোস্টে ভালোবাসা আঁকল উচ্ছেবাবু

Adrit-Kaushambi: আদৃতের বাড়িতেই তোলা কৌশাম্বির এই ছবি! প্রেমিকার পোস্টে ভালোবাসা আঁকল উচ্ছেবাবু

প্রেম জমে ক্ষীর! 

Adrit-Kaushambi: কৌদৃত জুটির প্রতিটি পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহাল অনুরাগীরা। রাত-পোশাকে কৌশাম্বির ছবি দেখে মন্তব্যের ঝড়। প্রমাণ-সহ ফ্য়ানেদের দাবি এই ছবি তোলা হয়েছে আদৃতের বাড়িতে। 

বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ তিনি, মিঠাই শেষ হলেও তাঁকে নিয়ে চর্চা থামছে না। আসলে তাঁর অনুরাগীরা তাঁকে চর্চার আড়ালে যেতেই দিতে চান না! এমনিতে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি সীমিত, কিন্তু তাঁর বা বলা ভালো তাঁদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহাল অনুরাগীরা। কথা হচ্ছে আদৃত রায় এবং তাঁর প্রেমিকা কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে। এতদিনে তো দুজনের প্রেম আর আড়ালে নেই।

গত বছর থেকেই শুরু হয়েছিল অনস্ক্রিন ‘দিদিয়া’র সঙ্গে উচ্ছেবাবুর প্রেমচর্চা। শুরুতে বিষয়টাকে কেউ কেউ পাত্তা দিতে চায়নি ঠিকই, কিন্তু সময় যত গড়িয়েছে ততই গাঢ় হয়েছে এই অফস্ক্রিন জুটির রসায়ন। আর এখন তো অনেকটাই খুল্লমখুল্লা প্রেম দুজনের।

বুধবার সোশ্যাল মিডিয়ায় কালো রঙা ওয়েস্টার্ন পোশাকে ছবি পোস্ট করেন কৌশাম্বি। খোলা চুল আর মেক-আপহীন লুকে ফাটাফাটি লাগছে অভিনেত্রীকে। ক্যাপশনে লিখলেন, ‘জীবন হল কোনও সাহসী অ্যাডভেঞ্চার, নয়তো কিছুই নয়’।  ছবিতে কৌশাম্বির বোল্ড লুক নিয়ে চর্চার মাঝেই ঈগল চোখ ভক্তরা ধরে ফেলল আদৃতের বাড়িতেই তোলা কৌশাম্বির এই ছবি! রীতিমতো প্রমাণ-সহ নিজেদের দাবি বিশ্লেষণ করেছে তাঁরা।

কৌশাম্বির ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে সাদা রঙা দেওয়াল, যাতে ইটের শেপ দেওয়া রয়েছে। পাশাপাশি কাঠের দরজা এবং চকমকে ওয়ালপেপার পেপার লাগানো ব্যাকগ্রাউন্ড। এর আগে আদৃত নিজের বাড়ির অন্দর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে মূলত তাঁকে গিটার হাতে জ্যাম করতে দেখা গিয়েছে। সেই-সব ছবির প্রেক্ষাপটের সঙ্গে কৌশাম্বির ছবির প্রেক্ষাপটের যে মিল রয়েছে তা অস্বীকার করবার জো নেই। আদৃত ভক্তদের তাই দাবি, কৌশাম্বির এই ছবি তোলা হয়েছে আদৃতের বাড়িতে এবং তা তুলেছেন খোদ উচ্ছেবাবু। 

<p>আদৃত-কৌশাম্বির ফ্যান-ক্লাবের পোস্ট ঘিরে হইচই (ছবি-ইনস্টাগ্রাম)</p>

আদৃত-কৌশাম্বির ফ্যান-ক্লাবের পোস্ট ঘিরে হইচই (ছবি-ইনস্টাগ্রাম)

অন্যদিকে বুধবারই এটি তিলোত্তমার একটি বিখ্যাত ইতালিয়ান রেস্তোরাঁ থেকেও নিজের দুটি মিষ্টি ছবি পোস্ট করেন কৌশাম্বি। যেখানে হলুদ রঙা স্কুটির উপর খোশমেজাজে দেখা মিলেছে অভিনেত্রীর। সেই ছবিতে ‘ভালোবাসার চিহ্ন’ এঁকেছেন আদৃত। হ্যাঁ, নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে কৌশাম্বির ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়েছেন আদৃত। সব মিলিয়ে জুটির প্রেম জমে ক্ষীর তা বুঝতে অসুবিধা হয় না।

<p>কৌশাম্বির পোস্টে আদৃতের প্রতিক্রিয়া </p>

কৌশাম্বির পোস্টে আদৃতের প্রতিক্রিয়া 

সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিলেন কৌশাম্বি। সেখানে প্রেম সম্পর্কে থাকার কথা স্বীকার করে নেন অভিনেত্রী। যদিও প্রেমিকের নাম বলেননি, বলেছেন- ‘আমার উচ্ছে খেতে ভালো লাগে’। সম্পর্কের কথা বাড়িতে জানে কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘আসলে ডিসিশন নেওয়াটা একটা বড় ব্যাপার, আগেও নিয়েছি। সেটা নিতো তো একটু সময় লাগছে তবে এটুকু বলতে পারি আগামিতে যা হবে ভালোই হবে।’ বাবা-মা’ খুশি তাঁর প্রেম সম্পর্ক নিয়ে সে কথাও জানান কৌশাম্বি।

আরও পড়ুন-রাত পোশাকে কৌশাম্বি! লাঞ্চ ডেটে আদৃতকে নিয়ে তিলোত্তমার এই ইতালিয়ান রেস্তোরাঁয়?

কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়ার সঙ্গে প্রায় এক দশক ধরে সম্পর্কে ছিলেন আদৃত। তবে ২০২১-এর শেষের দিকে সেই প্রেম কাহিনিতে ইতি টানেন ‘মিঠাই’-এর নায়ক। আপতত নিজেদের মতো করে জীবনটা গোছাতে চান আদৃত-কৌশাম্বি।

 

বন্ধ করুন