চুপিচুপি সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা? এদিন তাঁদের বিয়ের ঝলক প্রকাশ্যে আসতেই হতভম্ভ তাঁদের অনুরাগীরা। তবে কি ১৩ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল? চুটিয়ে প্রেম করার পর নতুন অধ্যায় শুরু করলেন দুজনে?
আরও পড়ুন: আশা জাগিয়েও গোল্ডেন গ্লোবস পেল না পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট, কোন বিভাগে কোন ছবি পুরস্কৃত হল?
বিয়ে করলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে টুকটুকে লাল বেনারসি পরে আছেন ঐন্দ্রিলা সেন। গা ভর্তি সাবেকি ডিজাইনের সোনার গয়না। মাথায় শোলার মুকুট, কপালে কলকা। পান পাতা সরিয়ে দেখছেন অঙ্কুশ হাজরাকে। অভিনেতার পরনে ঘিয়ে সিল্কের পঞ্জাবি। তবে কি দুজনে লুকিয়ে বিয়ে সারলেন? না, এই তারকা জুটি বিয়ে করেননি। বরং এটা তাঁদের একটি ফটোশ্যুটের ছবি।
বহুরূপী শান্তিনিকেতন তথা অভিষেক রায়ের হয়ে এই ফটোশ্যুট করেছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। তাঁদের ব্রাইডাল কালেকশনে যে টলি পাড়া হিট জুটি নজর কেড়েছে সেটা কমেন্ট সেকশনে চোখ রাখলেই বোঝা যাচ্ছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভীষণ সুন্দর। বাস্তবে কবে দেখতে পাব?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'উফ চোখ ফেরানো যাচ্ছে না যে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আসলে এমন দেখতে চাই। জলদি বিয়ে করো।'
ঐন্দ্রিলা এবং অঙ্কুশ
টলিউডের অন্যতম পছন্দের এবং চর্চিত জুটি হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। তাঁরা প্রায় ১৩ বছর একসঙ্গে আছেন। কখনও তাঁদের একে অন্যের লেগ পুল করতে দেখা যায়, তো কখনও আবার কাপল গোল সেট করতে দেখা যায় অনুরাগীদের জন্য। তাঁদের দুজনকে দর্শকরা শেষবার মির্জা ছবিতে দেখেছেন। এই ছবিটি অঙ্কুশের প্রযোজিত প্রথম ছবি।