মালতি নয়। মাদার্স ডের দিন একটি অজানা শিশুর সঙ্গে ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া! করেই পুনরায় সেটা ডিলিট করে দিলেন। আর তাতেই তাঁর ভক্তরা রীতিমত হকচকিয়ে গিয়েছে। কে সে শিশুটি প্রশ্ন তুলছেন দেশি গার্লের ভক্তরা।
কী নিয়ে গোল বাঁধল মাদার্স ডের দিন?
ইনস্টাগ্রামে মাদার্স ডে নিয়ে বর্তমানের পোস্ট করার আগে নাকি প্রিয়াঙ্কা চোপড়া ভুল করে আরেকটি পোস্ট করে ফেলেছিলেন। সেখানেই তিনি একটি বাচ্চা মেয়েকে উদ্দেশ্য করে লেখেন যে তিনি নাকি তার জন্যই মা হওয়ার স্বাদ পেয়েছেন। সেই শিশুটির পরনে ছিল অফ হোয়াইট ড্রেস। ছবিতে সেই শিশুটিকে টেবিলে মাথা রেখে হাসি মুখে শুয়ে থাকতে দেখা যাচ্ছিল। যদিও পরে তিনি সেই পোস্টটি ডিলিট করে দেন। কিন্তু তাতে কী? অনুরাগী সেই পোস্টের স্ক্রিনশট তুলে পোস্ট করছেন। জিজ্ঞেস করছেন যে মালতি ম্যারি তো প্রিয়াঙ্কা এবং নিকের একমাত্র কন্যা। তাহলে এই বাচ্চাটা কে? রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সেই স্ক্রিনশট।
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
কে কী বলছেন?
অনেকেই প্রশ্ন তুলে জিজ্ঞেস করেছেন এই শিশুটি জো জোনাস এবং সোফি টার্নারের সন্তান কিনা? কেউ আবার লেখেন, হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার টিমের কেউ এই ছবিটি তাঁর নিজের প্রোফাইল থেকে পোস্ট করতে চেয়েছিলেন কিন্তু ভুল করে প্রিয়াঙ্কার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ফেলেছেন। কেউ আবার মাথা মুণ্ডু কিছু না বুঝে স্রেফ জিজ্ঞেস করেছেন, 'কে এই বাচ্চাটা? একে কেন মেয়ে বলে ডাকছেন প্রিয়াঙ্কা?'
কেউ আবার মনে করেছেন প্রিয়াঙ্কা চশমা না পরেই ছবি আপলোড করতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছেন। কারও মতে এগুলো পাবলিসিটি স্টান্ট। চর্চায় থাকার জন্য এরম করেছেন। কিন্তু কোনটা সঠিক সেটা অবশ্যই এখনও জানা যায়নি।
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
প্রিয়াঙ্কা মাদার্স ডে-তে আসলে কী লিখেছেন?
মাদার্স ডে উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া যে পোস্টটি করেছেন সেখানে তিনি তাঁর মা মধু চোপড়া এবং শাশুড়ির প্রশংসা করেছেন। তাঁর পোস্ট করা সেই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাস, অভিনেত্রীর দুই মা এবং মালতিকে দেখা যাচ্ছে।