টলিউডের অন্যতম পছন্দের জুটি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। এই পাওয়ার কাপল মাঝে মধ্যেই দারুণ দারুণ সব কাপল গোল সেট করেন ভক্তদের জন্য। কিন্তু একি! বিয়ের ছয় বছর পূর্তির কথাই ভুলে গেলেন পরিচালক?
বিবাহবার্ষিকীর কথা ভুলে গেলেন রাজ?
২০১৮ সালের ১১ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার অর্থাৎ আজ তাঁদের ষষ্ঠ বিবাহবার্ষিকী। এদিন সকাল সকাল অভিনেত্রী বরকে শুভেচ্ছা জানালেও রাজকে সেটা করতে দেখা যায়নি। আর এখানেই প্রশ্ন উঠেছে তবে কি জীবনের এই বিশেষ দিনটির কথা কি ভুলেই গিয়েছেন পরিচালক? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক স্বীকার করে নিয়েছেন যে তিনি সত্যিই তাঁদের বিবাহবার্ষিকীর কথা ভুলে গিয়েছিলেন।
আরও পড়ুন: সাতসকালে দুর্ঘটনার কবলে ‘মির্জা’ খ্যাত অভিনেতা, দুরন্ত গতি প্রাণ কাড়ল অঙ্কুশের সহ-অভিনেতার
রাজ এদিন এই বিষয়ে জানান, 'দলের হয়ে বীরভূমে প্রচারে এসেছি ভোরবেলা। আর এখানে আসার পরই সবাই শুভেচ্ছা জানাতে শুরু করেছে। তখন আমার মনে পড়ল। সকালে যখন বেরোচ্ছি তখনও শুভ আমায় সাবধানে যেও লিখে মেসেজ করেছে। তখন বুঝিনি। এখন বুঝলাম ও হয়তো কোনও চমকের আশায় ছিল।'
রাজ এদিন আরও বলেন, 'সবাই হয়তো আমার পরীক্ষা নিতে চাইছিলেন যে দিনটি আমার মনে আছে কিনা দেখার। অন্যান্যবার পরীক্ষায় পাশ করলেও এবার ফেল করে গেলাম। খুব ভুল করে ফেলেছি।'
শুভশ্রীকে কি শুভেচ্ছা জানিয়েছেন রাজ?
এই বিষয়ে রাজ চক্রবর্তী জানিয়েছেন তিনি ফোন করেছিলেন তাঁর বেটার হাফকে। কিন্তু তিনি ফোনটা ধরেননি। পরিচালকের কথায়, 'নিশ্চয় রাগ করেছে। ভুল তো আমারই। মান ভঞ্জন করারও উপায় নেই। বীরভূম থেকে ব্যারাকপুর, টিটাগর যাব প্রচারে। বাড়ি ফিরতে রাত হবে।'
আরও পড়ুন: 'জোকসেও সংরক্ষণ!', দলিত কমেডিয়ানদের প্রতিবাদের ভাষাই কমেডি, কী বললেন মনজিৎ - অঙ্কুররা?
আরও পড়ুন: 'যাকেই ভালো লাগে সেই...' টেলি দুনিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি, কেন বিয়ে করলেন না ঋ?
তবে রাজ যতই এই বিশেষ দিনটি ভুলে যান না কেন শুভশ্রী কিন্তু মনে রেখেছেন। একটি ছবি পোস্ট করে বরকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'শুভ ষষ্ঠ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।'