দিন দিন বিতর্ক যেন বেড়েই চলেছে বিগ বসের ঘরে। চলতি সিজন সেভাবে জমছিল না, তাই তড়কা লাগাতে বিগ বসের অভিজ্ঞ খিলাড়িরা প্রবেশ করেছে ঘরে। তালিকায় রয়েছে রশমি, রাখি, দেবলীনার নাম। রশমি এই ঘরে পা রাখবার পর থেকেই শো-এর অপর প্রতিযোগী উমর রিয়াজের সঙ্গে চর্চায় অভিনেত্রীর সম্পর্ক। দুজনের গাঢ় রসায়ন কারুর নজর এড়াচ্ছে না।
আসলে বিগ বস সিজন ১৩-র প্রতিযোগী আসিম রিয়াজের ডাক্তার দাদা উমর। রশমি ও উমর পূর্ব পরিচিত। আসিমের সুবাদে একসঙ্গে সময়ও কাটিয়েছেন তাঁরা। বিগ বসে ১৩-তে থাকাকালীনই রশমির ব্যক্তিগত জীবন ছিল চর্চায়। শো চলাকালীনই রশমি জানতে পেরেছিলেন তাঁর ততকালীন বয়ফ্রেন্ড আরহান খান বিবাহিত, তাঁর সন্তানও রয়েছে। সেই ভুল শুধরে নেন রশমি।
সম্প্রতি বিগ বসের ঘরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা নিয়ে বিতর্ক থামছে না। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উমর-রশমি। ভিডিয়োতে দেখা যাচ্ছে কিচেন এলাকায় দাঁড়িয়ে রয়েছেন উমর, এবং মজার ছলেই তার চারপাশে ঘুরছেন রশমি। এরপর উমরের একদম পিছনে গিয়ে দাঁড়ান রশমি, এবং সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে ফেলেন উমর। সেই স্বল্প ভিডিয়ো ক্লিপ ঘিরে বিতর্কের কারণ হল, অনেকেই দাবি তুলছেন ওই ভিডিয়োতে রমশি উমরের নিতম্বে স্পর্শ করেছেন। যদিও গোটা বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া।
একজন নেটিজেন প্রশ্ন তুলেছিল, 'দু-দিনে উমর কেন রশমির সঙ্গে এতো চেপকাচিপকি করছে, আসিমও এতটা করত না, হদ হ্যায় ভাই'। এর জবাবে অপর এক সোশ্যাল মিডিয়া ইউজার ওই বিতর্কিত ভিডিয়ো শেয়ার করেন। তাঁর দাবি, ‘রশমি নিজেই তো সারাক্ষণ চিপকে রয়েছে উমরের সঙ্গে। এমনকি উমরের নিতম্বে খারাপভাবে স্পর্শ করেছে, তার বেলা কিছু না? এটাই যদি উলটে যেত। যদি রশমিকে এভাবেই উমর স্পর্শ করত, তাহলে?’
অনেকেই এই ভিডিয়ো দেখে রশমির সমলাোচনা করেছেন। কিন্তু কারুর মতে, এটা খুব সাধারণ ব্যাপার, বন্ধুদের মধ্যে। কেউ কেউ এমনটাও বলেছেন বিষয়টা ভুলভাবে দেখা হচ্ছে। তাঁদের কথায়, রশমির দুটো হাতই পকেটের ভিতরে, তাই সে কোনওভাবেই নিতম্বে হাত দিতে পারবে না। রশমি শুধু পিছন থেকে হাঁটু দিয়ে ওকে স্পর্শ করেছে, এটা ছোটবেলায় সবাই করে। এটা মজা করা। বন্ধুদের মধ্যে এমনটা ঘটেই থাকে।