সম্প্রতি একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতিতে খেলতে এসেছেন জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না। সেখানে তিনি অমিতাভ বচ্চন এবং রেখাকে নিয়ে একটি মশকরা করেছেন। কিন্তু এই। ভিডিয়ো কি আদৌ সত্যি?
কী ঘটেছে?
অমিতাভ বচ্চন বা রেখা কেউই কখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে না স্বীকার করলেও কানাঘুষোয় নামের শোনা গিয়েছিল যে তাঁরা একটা সময় সম্পর্কে ছিলেন। ৮০ এর দশকে দারুণ হইচই পড়েছিল এই খবরে। এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে মশকরা করতে পারেন একজন কমেডিয়ান, বিষয়টা অনেকেই মানতে পারেননি। বিশেষ করে যেখানে একটি চ্যানেল জড়িত। যদি এই ভিডিয়ো সত্যি হতো তাহলে চ্যানেলের তরফে সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হতো। ফলে এটা যে সঠিক নয়, AI নির্মিত সেটা বলার অপেক্ষা রাখে না।
একাধিক ইন্টারনেট ব্যবহারকারী এই বিষয়টা ধরতে পেরেছেন যদিও অনেকেই ব্যাপক হারে শেয়ার করেছেন এটি। যাঁরা AI দিয়ে এই ভিডিয়ো বানানো হয়েছে ধরতে পেরেছেন তাঁরা লক্ষ্য করেছেন এই জোকস বলার সময় সময় রায়নার মুখ মিলছে না। বরং কিছু গ্লিচ দেখা যাচ্ছে। তবে অমিতাভ বচ্চনের হাসির ভিডিয়োটা কিন্তু আসল। তবে সেটা হয়তো উনি অন্য কোনও জোকস শুনে তেমন প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু এই গোটা ভাইরাল ভিডিয়োর যেভাবে এডিটিং করা হয়েছে সেটা চোট করে বোঝার উপায় নেই যে এটা সত্যি নয়, বরং ফেক। আর তার জন্যই আরও বেশি করে কনফিউশন তৈরি হয়েছে। আর যে জোকস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত হাসি মজা চলছে সেটা যে একবারেও সঠিক নয় সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: শাহরুখের ছেলের হাসিতে কুপোকাত নেটপাড়া! মুগ্ধ আরিয়ানের অভিনয়ে, বলছে, ‘পরিচালনা নয়, সিনেমায়…’
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে বেশ কিছু কমেডিয়ান এসেছিলেন। সময় রায়না ছাড়াও ছিলেন তন্ময় ভাট, ভুবন বাম, প্রমুখ। এসেছিলেন কামিয়া জানিও। তাঁরা যে এসে কেবল খেলেছেন সেটাও নয়, সকলকে পুরোদমে বিনোদন দিয়েছেন।