ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় থেকেই নজর কেড়েছিল তাঁর মিষ্টি লুক। প্রথম ছবি সুজিত সরকারের পরিচালনায় 'ইয়াহাঁ'।পর্দায় গুছোনো সুন্দরীদের পাশে অভিনেত্রীর বেশ 'পাশের বাড়ির মেয়ে'-এর মতো স্নিগ্ধ ও ছটফটে রূপে মজেছিল তামাম হিন্দি ছবির দর্শক। তবে সময় পেরোলেও বয়স তার থাবা সেভাবে বসাতে পারেনি মিনিশার শরীরে। বলিউডে জোর ফিসফাস নিজের যৌবন ধরে রাখতে নাকি অস্ত্রোপচার সেরেছেন এই বলি-নায়িকা। এবার ঠিক এই প্রশ্নই সরাসরি অভিনেত্রীর উদ্দেশে করে বসলেন রেডিও জকি সিদ্ধার্থ কান্নন। একমুহূর্ত দেরি না করে সেই প্রশ্নের জবাবও ততধিক স্পষ্টভাবেই দিয়েছেন মিনিশাও।
কোনও দ্বিরুক্তি না করে মিনিশা জানিয়েছেন যে নিজের যৌবন ধরে রাখতে তিনি ছুরি-কাঁচির সাহায্য নিয়েছেন এটা স্রেফ গুজব ছাড়া আর কিছুই নয়। 'গোটা ব্যাপারটা আমার কাছে যারপরনাই হাস্যকর। তবু আপনার প্রশ্নের জবাবে বলি, না আমি কোনওরকম অস্ত্রোপচার করাইনি!' সাফ কথা 'বচনা এ হাসিনো'-এর নায়িকার। তবে এইসব গুঞ্জন তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে কি না সে প্রশ্নের উত্তরে মিনিশা বুঝিয়ে বললেন যে তাঁরা যেহেতু শো-বিজনেসের সঙ্গে জড়িত তাই তাঁদের ঘিরে গুজব তো উঠবেই। এসবে তিনি অভস্ত্য। তাঁর কথায়, 'একজন অভিনেত্রী হিসেবে তাঁর জীবনে এই প্রথম কোনও গুজবের তিনি মুখোমুখি হচ্ছেন না। তাই যদি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সব কথা ধর্তব্যের মধ্যেই আনতে নেই।গায়ে লাগাতে নেই। গায়ের চামড়াটা মোটা করে ফেলতে হয়!'
ছোটপর্দার জনপ্রিয় ও বিতর্কিত শো 'বিগ বস'-এর আট নম্বর সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্ৰহণ করেছিলেন তিনি। সে ব্যাপারে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন অভিনয় করা এবং রিয়েলিটি শোয়ে অংশগ্ৰহণ করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। রিয়েলিটি শোয়ে কারোর সঙ্গে ঝগড়া না করে, ঝামেলায় না জড়িয়ে নিজেকে বাঁচিয়ে রাখা রীতিমতো অসম্ভব। আর তাঁর পক্ষে নাকি কাজটি আরও কঠিন ছিল যেহেতু তিনি একজন শান্তিপ্রিয় মানুষ।
প্রসঙ্গত,সঞ্জয় দত্তের ‘ভূমি’ দিয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। সুজিত সরকারের পরিচালনায় ‘ইঁহান’ ছিল তাঁর প্রথম কাজ। তারপর ‘বচনা এ হাসিনো’, ‘জিলা গাজিয়াবাদ’, ‘কর্পোরেট’, ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিতে।
ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় থেকেই নজর কেড়েছিল তাঁর মিষ্টি লুক। প্রথম ছবি সুজিত সরকারের পরিচালনায় 'ইয়াহাঁ'।পর্দায় গুছোনো সুন্দরীদের পাশে অভিনেত্রীর বেশ 'পাশের বাড়ির মেয়ে'-এর মতো স্নিগ্ধ ও ছটফটে রূপে মজেছিল তামাম হিন্দি ছবির দর্শক। তবে সময় পেরোলেও বয়স তার থাবা সেভাবে বসাতে পারেনি মিনিশার শরীরে। বলিউডে জোর ফিসফাস নিজের সৌন্দর্য্য ধরে রাখতে নাকি অস্ত্রোপচার সেরেছেন এই বলি-নায়িকা। এবার ঠিক এই প্রশ্নই সরাসরি অভিনেত্রীর উদ্দেশে করে বসলেন রেডিও জকি সিদ্ধার্থ কান্নন। একমুহূর্ত দেরি না করে সেই প্রশ্নের জবাবও ততধিক স্পষ্টভাবেই দিয়েছেন মিনিশাও।
কোনও দ্বিরুক্তি না করে মিনিশা জানিয়েছেন যে নিজের যৌবন ধরে রাখতে তিনি ছুরি-কাঁচির সাহায্য নিয়েছেন এটা স্রেফ গুজব ছাড়া আর কিছুই নয়। 'গোটা ব্যাপারটা আমার কাছে যারপরনাই হাস্যকর। তবু আপনার প্রশ্নের জবাবে বলি, না আমি কোনওরকম অস্ত্রোপচার করাইনি!' সাফ কথা 'বচনা এ হাসিনো'-এর নায়িকার। তবে এইসব গুঞ্জন তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে কি না সে প্রশ্নের উত্তরে মিনিশা বুঝিয়ে বললেন যে তাঁরা যেহেতু শো-বিজনেসের সঙ্গে জড়িত তাই তাঁদের ঘিরে গুজব তো উঠবেই। এসবে তিনি অভস্ত্য। তাঁর কথায়, 'একজন অভিনেত্রী হিসেবে তাঁর জীবনে এই প্রথম কোনও গুজবের তিনি মুখোমুখি হচ্ছেন না। তাই যদি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সব কথা ধর্তব্যের মধ্যেই আনতে নেই।গায়ে লাগাতে নেই। গায়ের চামড়াটা মোটা করে ফেলতে হয়!'
ছোটপর্দার জনপ্রিয় ও বিতর্কিত শো 'বিগ বস'-এর আট নম্বর সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্ৰহণ করেছিলেন তিনি। সে ব্যাপারে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন অভিনয় করা এবং রিয়েলিটি শোয়ে অংশগ্ৰহণ করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। রিয়েলিটি শোয়ে কারোর সঙ্গে ঝগড়া না করে, ঝামেলায় না জড়িয়ে নিজেকে বাঁচিয়ে রাখা রীতিমতো অসম্ভব। আর তাঁর পক্ষে নাকি কাজটি আরও কঠিন ছিল যেহেতু তিনি একজন শান্তিপ্রিয় মানুষ।
প্রসঙ্গত,সঞ্জয় দত্তের ‘ভূমি’ দিয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। সুজিত সরকারের পরিচালনায় ‘ইঁহান’ ছিল তাঁর প্রথম কাজ। তারপর ‘বচনা এ হাসিনো’, ‘জিলা গাজিয়াবাদ’, ‘কর্পোরেট’, ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিতে।
|#+|