সাতপাকে বাঁধা পড়লেন গাঁটছড়া খ্যাত শ্রীমা ভট্টাচার্য? এদিন ইনস্টাগ্রামে তাঁর সিঁদুরদানের ভিডিয়ো পোস্ট করা হয়। তারপরই তাঁর অনুরাগীদের মধ্যে হইচই। ভাবছেন ব্যাপারটা কী? হ্যাঁ, অভিনেত্রীর সিঁদুরদান ঘটেছে কিন্তু সেটা স্রেফ ফটোশ্যুটের জন্য। এদিন একটি ব্রাইডাল শ্যুট করেন গাঁটছড়ার দ্যুতি। সেটারই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে।
আরও পড়ুন: 'রক্তদান শিবির না ট্রেনের কামরা?' পরোটার দোকান থেকে সোজা মদন মিত্রের পাশে! স্টেজে দাঁড়িয়ে কী বললেন রাজু দা?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গাঁটছড়া ধারাবাহিকের দ্যুতি ওরফে শ্রীমা ভট্টাচার্য টুকটুকে লাল শাড়ি, ম্যাচিং ব্লাউজ পরে বিয়ের আসরে বসে। মাথায় লাল ওড়না, শোলার মুকুট। সোনালি গয়না গা জুড়ে। বাদ যায়নি কপালের কলকা। তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য এই ভিডিয়ো শ্যুট করেছেন শ্রীমা। আর সেটা দেখেই হইচই পড়েছে।
কে কী বলছেন?
অনেক ব্যক্তিই এদিন এই ভিডিয়োকে সত্যি মনে করেছেন। তাঁরা তাঁদের পছন্দের অভিনেত্রীকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'কী দারুণ দেখতে লাগছে।' দ্বিতীয় জন লেখেন, 'ভীষণ সুন্দর মানিয়েছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুব পছন্দ হল সাজটা। একেবারে ছিমছাম। অথচ সুন্দর।' চতুর্থ ব্যক্তি লেখেন 'এমনই শ্যুটেই চোখ ফেরানো যাচ্ছে না, আসল বিয়েতে তার মানে আরও কত সুন্দর লাগবে!'
শ্রীমা ভট্টাচার্যর কাজ
শ্রীমা ভট্টাচার্য একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। জামাই রাজা, গাঁটছড়ার মতো ধারাবাহিকে তিনি দারুণ ভাবে নজর কেড়েছিলেন। গাঁটছড়া ধারাবাহিকেই তাঁর চরিত্রটিকে কখনও পজিটিভ ভাবে, কখনও নেগেটিভ ভাবে দেখানো হয়েছে। চরিত্রের দুটো শেডই তিনি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন। পজিটিভ নেগেটিভ দুটো চরিত্রে তিনি সাবলীল। তাঁকে শেষ দেখা গিয়েছে বসু পরিবার ধারাবাহিকে।