বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat Kohli and Anushka Sharma: অসুস্থতা নিয়েই কি চতুর্থ দিনে শতরান? সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা দিলেন বিরাট-খবর

Virat Kohli and Anushka Sharma: অসুস্থতা নিয়েই কি চতুর্থ দিনে শতরান? সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা দিলেন বিরাট-খবর

শতরানের পরে বিরাট (AP)

Virat Kohli and Anushka Sharma: অসুস্থতা নিয়েই লড়াই করেছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার কথায় তেমনই ইঙ্গিত। 

দুর্দান্ত এক শতরান। তার পরে আবারও সোশ্যাল মিডিয়া থেকে অনুরাগীদের মুখে মুখে বিরাট কোহলির প্রশংসা, বন্দনা। কিন্তু এই শতরান শুধুমাত্র একটি শতরান নয়, এর পিছনে রয়েছে বিরাটের বিরাট লড়াইও। টেস্টে দীর্ঘদিনের শতরানের খরা আর তার চেয়েও বড় কথা শারীরিক অসুস্থতা— এই দুই পাহাড় টপকেই আবার সাফল্যের কাছে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এমনই ইঙ্গিত পাওয়া গেল তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে।

অস্ট্রেলিয়ার সঙ্গে চলা আমদাবাদ টেস্টের চতুর্থ দিনে শতরান করেন বিরাট কোহলি। অনেকেই দাবি করেছেন, তৃতীয় দিনে সম্পূর্ণ সুস্থ থাকলেও চতুর্থ দিনে তা ছিলেন না তিনি। তাঁর চেহারা দেখেই সে কথা নাকি বোঝা যাচ্ছিল। কিন্তু তার পরেও দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তার সঙ্গে পূরণ করেছেন টেস্ট ক্রিকেটে তাঁর ২৮তম শতরানটি। শেষ পর্যন্ত ১৮৬ রানে আউট হন তিনি।

(আরও পড়ুন: ক্যাট-ভিকির বাড়িতে ডিনারে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন অনুষ্কা-বিরাট! কী হয়েছিল সেখানে?)

গত ১৪ মাস টেস্টে বিরাটের ব্যাটে কোনও অর্ধশতরানও নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি শেষ অর্ধশতরানটি পেয়েছিলেন। তখনও তিনি ছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। আর ২০১৯ সালের নভেম্বর থেকে তিন অঙ্কের ঘরে পৌঁছোনো হয়নি তাঁর। কিন্তু আমদাবাদে যে অন্য কিছু হতে চলেছে, তা পরিষ্কার ছিল ব্যাটিংয়ের ধরনেই। অনেকেরই মত, এবার যে তিনি বড় স্কোর করতে চলেছেন, তার প্রমাণ ছিল ধৈর্যের মধ্যেই। খুবই সাবধানে মাথা ঠান্ডা রেখে ব্যাট করে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবং সেই সঙ্গে সঙ্গেই তিনি সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গিয়েছেন। কিন্তু এই দারুণ মুহূর্তেও অনুরাগীদের সরাসরি জানতে দেননি, তিনি অসুস্থ। আর ঠিক সেটিই জানা গেল অনুষ্কার পোস্ট থেকে।

(আরও পড়ুন: সবচেয়ে কম ইনিংসে ৭৫টি আন্তর্জাতিক শতরান করে সচিনকে পিছনে ফেললেন বিরাট)

বিরাটের বিরাট স্কোরের কারণেই ভারত এ দিন ৫৭১ রানের বিশাল স্কোর খাড়া করেছে বোর্ডে। যদিও তার পরেও অনেকের আক্ষেপ, একটুর দ্বিশত রান করা হল না কোহলির। তাহলে হয়তো এই দিনটি তাঁর ভক্ত-অনুরাগী এবং ক্রিকেট-প্রেমীদের কাছে আরও বেশি করে স্মরণীয় হয়ে থাকত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন