দিদি নম্বর ওয়ানে কত রকমের মানুষ আসেন। কেউ নিজের লড়াইয়ের গল্প শোনান, কেউ আবার অনুপ্রেরণা জোগান। অনেকেই চান লম্বা, ঘন চুল। কিন্তু বর্তমান সময়ের দূষণ এবং ব্যস্ততার কারণে সেই লক্ষ্য পূরণ হয় না। তবুও কি করে সেই লক্ষ্য পূরণ করা যায়, বড় চুলের যত্ন নেওয়া যায় সেটাই মাধুরী নামক এই নার্স দিদি নম্বর ওয়ানে এসে দেখালেন।
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন - সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
কী ঘটেছে দিদি নম্বর ওয়ানে?
এদিন মাধুরী দে নামক এক নার্স দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন। আর জানান তিনি নাকি সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছেন। সেটা শুনেই দিদি নম্বর ওয়ান জিজ্ঞেস করেন কী? তখন সেই প্রতিযোগী বলেন, 'আমার ৭ ফুট লম্বা চুল দেখাব আপনাকে।' সেটা শুনেই রচনা দেখতে চান মাধুরীর চুল।
তিনি নেমে গিয়ে রচনার পাশে দাঁড়িয়ে নিজের চুলটা খুলে দেন। আর তাতেই দেখা যায় তাঁর পা ছাড়িয়ে মাটিতে গড়াচ্ছে চুল। একটা ঢাল, লম্বা, ঘন চুল দেখে বাক্য হারিয়ে ফেলেন রচনা। জানতে চান এটা কীভাবে সামলান মাধুরী? জবাবে তিনি জানান, তিনি নার্স। সপ্তাহে একদিন ছুটি পান সেই একটা দিনের এক ঘণ্টা নিজেকে দেন। শ্যাম্পু করেন ভালো করে। জটা ছাড়ান। তারপর খোঁপা করে রাখেন।
মাধুরী এদিন আরও জানান, 'কোমর ছাপানো চুল হলে বলে নাকি অলক্ষ্মী। আমার বাবা মা কখনও মানেনি। আমার বরাবরই হাঁটু অবধি চুল ছিল। তারপর বাড়তে বাড়তে এখন ৭ ফুট। আমার খুব ইচ্ছে ছিল এখানে এসে আপনাকে আমার চুল দেখাব।' রচনা এরপর তাঁকে খোপা করা দেখে বলেন, 'বাবা চুল বাঁধতেই তো ৫ মিনিট!'
এদিন পরিশেষে রচনা তাঁকে শুভেচ্ছা জানান। বলেন তাঁর চুল যেন আরও ঘন, সুন্দর হয়। ফলে আপনিও যদি এমন লম্বা ঘন চুল চান তাহলে আপনাকে কিন্তু নিজের যত্ন নিতেই হবে।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।