দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখেরা। কেউ ছোট পর্দায় জনপ্রিয়, তো কেউ আবার বড় পর্দা বা ওয়েব মাধ্যমে। এদিন তাঁরা সকলে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসে জানাবেন তাঁদের ঘুমের গল্প। স্বীকৃতি মজুমদার থেকে অনুষা বিশ্বনাথন কে কতটা ঘুম কাতুরে জানা যাবে এদিনই।
আরও পড়ুন: 'ও সাইজ বুঝতে পারে না', বিয়ের বছর ঘুরতে চলল, কাঞ্চনের নামে কী অভিযোগ করলেন শ্রীময়ী?
আরও পড়ুন: নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
কী ঘটেছে দিদি নম্বর ওয়ানে?
এদিন জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানের একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে অভিনেত্রীরা তাঁদের ঘুম কাতুরে হওয়ার গল্প শোনাচ্ছেন। আয়েন্দ্রীর মাকে যখন রচনা জিজ্ঞেস করেন যে অভিনেত্রী বাড়িতে কী করেন সারাদিন তখন তিনি জানান, 'দুপুর অবধি ঘুমায়।' এরপরই একই নালিশ করতে দেখা যায় স্বীকৃতি মজুমদারের মাকেও। তিনি বলেন, 'ঘুম থেকে উঠলই হয়তো কষ্ট করে দুটো টুটো নাগাদ।'
সহ-অভিনেত্রীদের ঘুমের কথা তাঁদের মায়েদের মুখে শুনে অনুষা নিজেই নিজের ঘুমের কথা জানান। বলেন, 'ওরা বলছে দেড়টা, দুটোয় ঘুম থেকে ওঠে। আমি উঠি ছয়টায়।' এটা শুনেই তাজ্জব হয়ে যান রচনা। বলেন, 'বিকেল ছয়টায় ঘুম দিয়ে ওঠো! তাহলে বাড়ির কাজ করে কে?' জবাবে আয়েন্দ্রী বলেন, 'কেন মা।' তাঁদের ঘুমের বহরের গল্প শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এরা যদি দেড়টা, দুটো, ছয়টা অবধি ঘুমায় তাহলে শ্যুটিংয়ে যায় কখন?' কেউ আবার লেখেন, 'আহা গো! কী গর্বের কথা!' কেউ কেউ আবার বেশ মজা পেয়েছেন অভিনেত্রীদের কথা শুনে।
প্রসঙ্গত এই পর্বটি আগামী ২২ ডিসেম্বর সম্প্রচারিত হবে। সেদিন রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে জি বাংলার পর্দায়।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
সম্প্রতি দিদি নম্বর ওয়ানের এই সিজন ১০০০ পর্ব পার করল। সোম থেকে শনিবার পর্যন্ত এই রিয়েলিটি শো বিকেল সাড়ে চারটে থেকে দেখা যায়। তবে রবিবার রাত সাড়ে আটটা থেকে দেখা যায় সঞ্চালনার দায়িত্ব সামলান রচনা বন্দ্যোপাধ্যায়।