ডোনা গঙ্গোপাধ্যায় এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছেন। তাঁর সঙ্গে এদিনের পর্বে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। এই পর্বে খেলতে এসে সৌরভকে নিয়ে কথা বলেলন ডোনা।
সৌরভকে নিয়ে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?
দাদাগিরি ১০ এর মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাঝে মধ্যে তাঁর সংসার, মূলত তাঁর এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়। এদিন দিদি নম্বর ওয়ানে সেই প্রসঙ্গে মুখ খুললেন ডোনা। জানালেন দাদা যা যা বলেন তার অর্ধেক নাকি মিথ্যে!
ডোনা গঙ্গোপাধ্যায়ের কথায়, 'দাদা জানে কী বললে TRP বাড়বে। ও সেগুলোই বলে। যা যা বলে তার মধ্যে সব ঠিক থাকে না। তবে ও জানে কোনটা বললে মানুষ পছন্দ করবে।'
সৌরভ পসেসিভ?
একবার দাদাগিরির একটি পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নাকি পসেসিভ। কিন্তু সেই কথা কি সত্য? এই প্রশ্ন করতেই ডোনা জানান, 'হ্যাঁ, ও ভীষণ পসেসিভ। আমি কোন শাড়ি পরব। কোথায় কী পরে যাব সব ঠিক করে দেয়। এখানে যে শাড়িটা পরে এসেছি সেটাও সৌরভ ঠিক করে দিয়েছে।'
দিদি নম্বর ওয়ানের বিশেষ পর্ব
ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের ট্রুপ এদিন সবার আগে পারফর্ম করেন। তাঁদের দুর্গা স্তুতির মাধ্যমে শুরু হয় এদিনের পর্ব। এরপর একে একে অতিথিদের বরণ করে নেন রচনা। অতিথিরা অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
তারপরই অনুষ্ঠান শুরুর আগে হয় রাজ্য সঙ্গীত। ইন্দ্রনীল সেন, অঙ্কিতা ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, প্রমুখের সঙ্গে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের দিদি নম্বর ওয়ান এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেলবেন। সঙ্গে আবাফা এদিন তাঁকে ডোনা গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিন্দরে পলাশের বোন গানে নাচতে দেখা যাবে। বাদ দেবেন না কবিতা পাঠ করতে বা আঁকতে। অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায়ও এদিন তাঁর নৃত্য পরিবেশন করবেন। উপস্থিত থাকবেন আরও দুই অতিথি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী।