বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সবাই জানি…’,রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে হাটে হাঁড়ি ভাঙল রচনা! লাজে রাঙা শ্যামোপ্তি

‘সবাই জানি…’,রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে হাটে হাঁড়ি ভাঙল রচনা! লাজে রাঙা শ্যামোপ্তি

‘সবাই জানি…’,রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে হাটে হাঁড়ি ভাঙল রচনা! লাজে রাঙা শ্যামোপ্তি

Didi No 1 Promo: রণজয়ের সঙ্গে প্রেম করছেন শ্যামোপ্তি? অমর সঙ্গী নায়িকাকে প্রেম নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করলেন রচনা। 

রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে হালে কম কাটাছেঁড়া হয়নি। অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা। মেয়েদের ‘এটিএম কার্ড’ হিসাবে ব্যবহার করেন রণজয়, এমন বিস্ফোরক দাবি সায়ন্তনীর। অন্যদিকে প্রাক্তন প্রেমিককের ‘লোকদেখানো শুভেচ্ছা’ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সোহিনী। 

আইনি পথে হেঁটে সায়ন্তনীর অভিযোগের জবাব দেওয়ার কথা জানিয়েছেন রণজয়, পাশাপাশি বলেছেন- ‘এবার আমার সঙ্গে শোভন-সোহিনীর নাম জড়ানো বন্ধ হোক’। সোহিনী ইঙ্গিত দিয়েছিলেন গুড্ডি সিরিয়াল হাতে আসার পরই রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। বেকার ছেলের হাতে কাজ আসার পর কেন প্রেম ভাঙল? প্রশ্নটা জনতার দরবারে রেখেছিলেন সায়নী। যা উস্কে দিয়েছিল শ্যামোপ্তি-রণজয়ের প্রেমচর্চা। 

এবার রচনার হাটে হাঁড়ি ভাঙলেন শ্য়ামোপ্তি-রণজয়ের প্রেম নিয়ে। এই মুহূর্তে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে রণজয়কে। শ্যামোলি-অনিকেত জুটি রীতিমতো হিট।  আর রণজয়ের পর এবার জি বাংলার পর্দায় দেখা যাবে শ্যামোপ্তিকে। নীলের ‘অমর সঙ্গী’ হিসাবে ছোটপর্দায় ফিরছেন তিনি। সেই মেগার প্রচারেই দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হবেন নায়িকা। সেখানেই রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্নের মুখে শ্যামোপ্তি। 

রচনা সরাসরি বলে বসেন, ‘আসল জীবনে কোন গোপনে তোমার মন ভেসেছে, আমরা সবাই জানি’। স্ক্রিনে ভেসে ওঠে রণজয়ের মুখ। রচনার কথা শুনেই লজ্জায় লাল শ্যামোপ্তি! খানিক ঢোঁক গিলে বলেন, ‘আপাতত মন আমার রাজের প্রতি’। নায়িকার এই যুক্তি অবশ্য বিশ্বাস করতে রাজি নন রচনা, এমনকী নীলও! 

শ্যাম্পোতি-রণজয়ের প্রেমচর্চা নতুন নয়। তবে প্রকাশ্যে কোনওদিনই নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের চেয়ে বেশিকিছুর নাম দিতে রাজি নন তাঁরা। হালে লাদাঘে এক স্পেশ্যাল ফটোশ্যুটেও ধরা দিয়েছেন দুজনে। রণজয়-শ্যামোপ্তির রসায়ন যে নজরকাড়া সে কথা বলার অপেক্ষা রাখে না। দর্শকদেরও ভীষণ প্রিয় জুটি গুড্ডি আর তাঁর স্যারজি। রিল থেকে রিয়েলে কি গড়িয়েছে সম্পর্ক? আপতত সেই প্রশ্নের জবাব থেকে বিরত দুই পক্ষই। তবে ‘মিষ্টি মানুষ’ শ্যামোপ্তি ও নীলকে অমর সঙ্গীর জন্য সোশ্যালে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রণজয়। 

নীল-শ্যামৌপ্তি জুটিকে হেলাফেলা জি বাংলার? অমর সঙ্গীর সম্ভাব্য স্লট ঘিরে তুমুল বিতর্ক

আগামি ১২ই অগস্ট থেকে দুপুর ২.৩০টের স্লটে শুরু হচ্ছে এই মেগা। প্রসঙ্গত, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-বিজয়েতা পন্ডিত অভিনীত সুজিত গুহর ছবি অমর সঙ্গী। বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে অমর সেই ছবি। সেই ছবির নাম ধার করেই এই সিরিয়াল। যা প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশন।

মিথ্যে বলে শ্রী-র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবে রাজ। সত্যিটা সামনে আসবার পর কি রাজের ভালোবাসায় বিশ্বাস হারাবে শ্রী? নাকি সব ভুলে ফের এক হবে দুজনে? এই সব প্রশ্ন জবাব মিলবে সিরিয়ালে।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

জওয়ানে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন… পাকিস্তানকে চমকে দিয়ে ভারতের মুখে বাংলাদেশ, ফ্রিতে কবে-কখন-কোথায় দেখবেন ১ম টেস্ট মমতাকে 'নির্লজ্জশ্রী' তকমা অপূর্বর! পুলিশ-TMC-র 'ভয়' কাটাতে কোন 'দাওয়াই' দিলেন China Open-বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী… নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার কোন কোন জেলায়? বাকিগুলিতে কী হবে? ওড়ার মুহূর্তেই রানওয়েতে ধাক্কা, লেজে আঁচড়, তৎক্ষণাৎ অবতরণ যাত্রীবোঝাই বিমানের বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন ‘অবসর শব্দটা অনেকে মজায় পরিণত করেছে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের… ‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.