দিদি নম্বর ওয়ানে আগামী রবিবার খেলতে আসছেন সমস্ত তারকা দিদিরা। তবে একা নন সঙ্গে থাকবেন তাঁদের বেটার হাফরাও। সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই বরের বিষয়ে কিনা 'নিন্দে' করে বসলেন সংঘশ্রী!
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
দিদি নম্বর ওয়ানে সংঘশ্রী
এদিন দিদি নম্বর ওয়ানে এসেই বরের নামে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠোকেন সংঘশ্রী। বলেন, 'ও (ওঁর স্বামী) ঝগড়া করে না। ও চিমটি কেটে চুপ করে থাকে। সবাই ভাবে বউটা একা ঝগড়া করে।' তাঁর এই কথা শুনে সকলেই হেসে গড়াগড়ি খান।
আরও পড়ুন: পর্ণা - প্রসেনের যোগ্য - 'অযোগ্য' প্রমাণের মাঝে ফিরলেন চেনা কৌশিক, কেমন হল ঋতুপর্ণা - প্রসেনজিতের ৫০ তম ছবি?
এদিন সংঘশ্রী ছাড়াও অতিথি হিসেবে থাকবেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। প্রসঙ্গত সংঘশ্রী ছোট পর্দা বড় পর্দা দুটোতেই সমান তালে কাজ করেছেন। ফাটাফাটি ছবিতেও তিনি বিশেষ ভাবে নজর কেড়েছিলেন।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
আরও পড়ুন: লাল পোশাক পরা যাবে না! দিনক্ষণ থেকে ভেন্যু: ঝটপট জেনে নিন সোনাক্ষী - জাহিরের বিয়ের ৫ জিনিস
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, ২৩ - এ গাঁটছড়া বাঁধার আগে কবে সঙ্গীত হচ্ছে সোনাক্ষী - জাহিরের?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এক লোক কতবার আসবে। কে আপনাদের জানায় যে এরা এলে এপিসোড ধন্য হবে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'অনির্বাণ এবং সুস্মিতাকে আনুন।'