দিদি নম্বর ওয়ানে রবিবার, ১৪ জুলাই খেলতে এসেছিলেন তারকা দম্পতিরা। সেখানেই বাকি তিন জুটির সঙ্গে দেখা যায় সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তীকে। তাঁদের বয়সের ফারাক বিস্তর। তবুও চুটিয়ে সংসার করছেন। এদিন তাঁরা একে অন্যের সঙ্গে সমীকরণ নিয়ে কথা বলেন।
আরও পড়ুন: সোহিনীর সিঁথি রাঙালেন শোভন, প্রকাশ্যে এল বিয়ের প্রথম ছবি
দিদি নম্বর ওয়ানে সুদীপ এবং পৃথা
এদিন সুদীপ এবং পৃথা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করতে করতেই জানান তাঁদের সংসারের সাড়ে নয় বছর হয়ে গিয়েছে। অভিনেতার স্ত্রী জানান এই বছরগুলোতে তিনি অভিনেতার মধ্যে কোনও বদল দেখেননি। আবার একই সঙ্গে অভিযোগ করেন যে তাঁর স্বামী তাঁকে নিয়ে তেমন কোথাও ঘুরতে যান না। পৃথার কথায়, 'ও সারাদিন স্ক্রল করে। স্ক্রল করতে করতেই ও মনে মনে অনেক জায়গায় পৌঁছে যায়। আর নইলে এই ঘর থেকে ওই ঘরে যাই আসি আমরা।' স্ত্রীর এই কথা শুনে সুদীপ বলেন তাঁরা কাছাকাছি দুই এক জায়গায় গিয়েছেন। কিন্তু লম্বা ছুটি কাটানো হয়নি। অভিনেতার কথায় যতবার প্ল্যান করেছেন ততবার সেটা নাকি বানচাল হয়ে গিয়েছে।
তবে একই সঙ্গে সুদীপের বিস্তর প্রশংসাও করেন পৃথা। জানান, 'ও মানুষ হিসেবে ভীষণ ভালো। আমি চাই না ওর মধ্যে কোনও বদল আসুক। বরং বদল এলে আমার অস্বস্তি হয়। জিজ্ঞেস করি যে কিছু হয়েছে কিনা।'
কিন্তু কীভাবে সম্পর্ক শুরু হয়? এটা নিয়েই একটা মজার কথা বলেন সুদীপ। তিনি জানান, 'মুদিয়ালির কাছে একটা রেস্তোরাঁ ছিল। একবার ওখানে গিয়েছি। একটা পরিবার এসেছিল। ২০০০ সালে বেরোনোর সময় একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। ২০১২-১৩ সালে যখন ওর বাড়ি যাই ওর দাদু বলে সেই বাচ্চাটা নাকি ওই ছিল।' তাঁদের এই কথা শুনে হেসে ওঠেন সকলেই।
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
আরও পড়ুন: মাকে পাশে নিয়েই রাধিকার সিঁথি রাঙিয়ে দেন অনন্ত! দেখুন আম্বানিদের বিয়ের নানা মুহূর্তের ঝলক
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।